বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে, কথার ফুলঝুড়িতে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ীতে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে মানুষকে ভুলিয়ে রাখার দল নয়। মেয়েদের স্কুলে লেখাপড়ার জন্য কোন বেতন দিতে হয় না, এটি ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী উদ্যোগ। আজ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েরা বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাচ্ছে। এ কৃতিত্ব বিএনপি সরকার ও বেগম খালেদা জিয়ার।
তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার সমান অধিকার রয়েছে। কাউকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই, আবার কাউকে প্রভাবশালী ভেবে ভয় পাওয়ারও দরকার নেই। আপনারও একটি ভোট, আমারও একটি ভোট এই সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত।
জনতার উদ্দেশে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকারের জন্য বিএনপি সবসময় কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করবে। জনগণই দেশের মালিক, এই বিশ্বাস নিয়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং থাকবে।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, খেলোয়াড় ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
ইএ/টিকে