অক্টোবরেই মুম্বাইয়ে শুরু হচ্ছে বলিউড মিউজিক প্রজেক্ট ২০২৫

আগামী ৪ ও ৫ অক্টোবর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে বসতে যাচ্ছে বলিউডের সবচেয়ে বড় সংগীত উৎসব বলিউড মিউজিক প্রজেক্ট ২০২৫। অষ্টম আসরের এই আয়োজনে দুই দিনে টানা সঙ্গীত পরিবেশনায় অংশ নেবেন ত্রিশেরও বেশি কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার ও নতুন প্রজন্মের সংগীত তারকা। দশটি ভিন্ন ধারার গান দিয়ে সাজানো এই উৎসব বলিউড সংগীতের অতীত, বর্তমান ও ভবিষ্যতের মেলবন্ধন ঘটাবে।

শিরোনাম স্পনসর হিসেবে আছে ভারতের ষষ্ঠ বৃহত্তম বেসরকারি ব্যাংক ইয়েস ব্যাংক। আয়োজকেরা জানাচ্ছেন, দুই দিনে অন্তত ২৫ হাজার দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— সব অনুভূতি, সব হিটস।

প্রথম দিনের মূল আকর্ষণ থাকবেন শঙ্কর মহাদেবন ও তার দল। শিষ্যদের নিয়ে তিন ঘণ্টাব্যাপী পরিবেশনায় তিনি গাইবেন দিল চাহতা হ্যায়, কাল হো না হো, তেরে ন্যায়না, ও রংরেজসহ একাধিক জনপ্রিয় গান। তার সঙ্গে থাকবেন ঈশান নূরানি ও লয় মেনডোসা। ফারহান আখতার ও শান হাজির হবেন নিজেদের সেরা কিছু গান নিয়ে, যার মধ্যে আছে সেনোরিতা, তো জিন্দা হো তুম, গল্লান গুডিঁয়াঁ, চাঁদ সিফারিশ। তবলাবাদক শিবমণি উপস্থাপন করবেন বিশ্বসঙ্গীতের ছন্দ, জ্যাজ ও উপজাতীয় রিদমের সমন্বয়ে অনন্য এক যাত্রা। সমসাময়িক ঘরানার গজল ও ভক্তিমূলক সংগীত পরিবেশন করবেন সিদ্ধার্থ ও শিবম মহাদেবন।

প্রথম দিনের মঞ্চে আরও থাকবেন সুরকার অনু মালিক, যিনি নব্বই দশকের হিট গানগুলো নতুন সাজে পরিবেশন করবেন। বাবা সেহগাল হাজির হবেন বলিউড র‌্যাপের ভিন্ন স্বাদ নিয়ে। এছাড়া কুনাল গঞ্জাওয়ালা, আভিনাশ গুপ্ত ও রুহানিয়াত ব্যান্ডের সুরেলা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে।

দ্বিতীয় দিনে মঞ্চ কাঁপাবেন সেলিম-সুলেমান। তুঝ মে রব দিখতা হ্যায়, ও রে পিয়া, চক দে ইন্ডিয়ার মতো অমর গান পরিবেশিত হবে তাদের কণ্ঠে। তনিশক বাগচী, জারা এস খান ও আসিস কৌর মঞ্চ মাতাবেন জনপ্রিয় নাচের গান নিয়ে। সুফি রকের ছোঁয়া নিয়ে আত্মপ্রকাশ করবেন বিসমিল। পপ কুইন ঊষা উত্থুপ আনবেন জ্যাজ-ডিস্কোর আবেশ। পাঞ্জাবি সুফি-ফোক ঘরানায় গান পরিবেশন করবেন হরগুন কৌর।

উৎসবে আরও গান শোনাবেন কবির সিং, অভয় জোধপুরকর, আফলাটিউনস, রাকেশ মাইনি, সিমরান চৌধুরী, ফারহাদ ভিওয়ান্দিওয়ালা, ঋষভ চতুর্বেদী, পবনদীপ রাজন ও খুশবু গ্রেওয়াল।

শঙ্কর মহাদেবন বলেন, “বলিউড সংগীত সব সময় আবেগ আর মেলডির মাধ্যমে মানুষকে এক করেছে। এই উৎসব সেই উদযাপনের দারুণ মঞ্চ।” সেলিম-সুলেমান মন্তব্য করেছেন, “প্রতিটি লাইভ পারফরম্যান্স নতুন গল্প। এই উৎসব সংগীতের বিবর্তন আর ঐক্যের শক্তিকে তুলে ধরে।”

শুধু সংগীত নয়, উৎসবে থাকবে নানা ব্র্যান্ড অ্যাক্টিভেশন, খাবার-দাবারের বিশেষ আয়োজন, আর্ট ইনস্টলেশন, ফ্লি মার্কেট ও অভিজ্ঞতা নির্ভর অঞ্চল। টিকিটের মূল্য ধরা হয়েছে ১৪৯৯ রুপি থেকে শুরু করে ১৪৯৯৯ রুপি পর্যন্ত। ইয়েস ব্যাংকের কার্ডধারীরা পাবেন বিশেষ ছাড়।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষে : টুকু Sep 14, 2025
img
চাকসু নির্বাচনে ডোপ টেস্টে পজিটিভ হলে বাতিল প্রার্থীতা Sep 14, 2025
img
জেনে নিন, দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Sep 14, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা Sep 14, 2025
img
বাংলাদেশের ম্যাচ হারার ব্যাখ্যা দিলেন লিটন Sep 14, 2025
img
মার্কিন বাজারে বাড়ছে বাংলাদেশের পোশাক রপ্তানি Sep 14, 2025
img
পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল আজ, সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা Sep 14, 2025
img
রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে ড্রোন হামলা ইউক্রেনের Sep 14, 2025
img
ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনা Sep 14, 2025
img
লন্ডনে অভিবাসনবিরোধী লাখো মানুষের বিক্ষোভ Sep 14, 2025
img
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪ Sep 14, 2025
img
ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় হাতছাড়া, ড্র নিয়ে ফিরল চেলসি Sep 14, 2025
img
দুপুরের মধ্যে খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস Sep 14, 2025
img
সাদাপাথর লুটকাণ্ডে পদ হারানো বিএনপি নেতা র‌্যাবের হাতে গ্রেপ্তার Sep 14, 2025
img
প্রয়োজনে আগামীকাল নির্বাচন দিন কিন্তু নতুন সংবিধান লাগবে: হাসানাত Sep 14, 2025
img
ভাঙ্গায় আবারও ৩ দিনের মহাসড়ক অবরোধ ঘোষণা Sep 14, 2025
img
জয়ে ফিরল আর্সেনাল Sep 14, 2025
img
এমবাপ্পে-গুলেরের নৈপুণ্যে ১০ জন নিয়েও রিয়ালের জয় Sep 14, 2025
img
বলিউড গানে বিশ্ব কাঁপানো ভাইরাল নাচের ঝড় Sep 14, 2025
img
আইসল্যান্ডে শুটিং করা একমাত্র বলিউড গান ‘গেরুয়া’ Sep 14, 2025