আগামী ৪ ও ৫ অক্টোবর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে বসতে যাচ্ছে বলিউডের সবচেয়ে বড় সংগীত উৎসব বলিউড মিউজিক প্রজেক্ট ২০২৫। অষ্টম আসরের এই আয়োজনে দুই দিনে টানা সঙ্গীত পরিবেশনায় অংশ নেবেন ত্রিশেরও বেশি কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার ও নতুন প্রজন্মের সংগীত তারকা। দশটি ভিন্ন ধারার গান দিয়ে সাজানো এই উৎসব বলিউড সংগীতের অতীত, বর্তমান ও ভবিষ্যতের মেলবন্ধন ঘটাবে।
শিরোনাম স্পনসর হিসেবে আছে ভারতের ষষ্ঠ বৃহত্তম বেসরকারি ব্যাংক ইয়েস ব্যাংক। আয়োজকেরা জানাচ্ছেন, দুই দিনে অন্তত ২৫ হাজার দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— সব অনুভূতি, সব হিটস।
প্রথম দিনের মূল আকর্ষণ থাকবেন শঙ্কর মহাদেবন ও তার দল। শিষ্যদের নিয়ে তিন ঘণ্টাব্যাপী পরিবেশনায় তিনি গাইবেন দিল চাহতা হ্যায়, কাল হো না হো, তেরে ন্যায়না, ও রংরেজসহ একাধিক জনপ্রিয় গান। তার সঙ্গে থাকবেন ঈশান নূরানি ও লয় মেনডোসা। ফারহান আখতার ও শান হাজির হবেন নিজেদের সেরা কিছু গান নিয়ে, যার মধ্যে আছে সেনোরিতা, তো জিন্দা হো তুম, গল্লান গুডিঁয়াঁ, চাঁদ সিফারিশ। তবলাবাদক শিবমণি উপস্থাপন করবেন বিশ্বসঙ্গীতের ছন্দ, জ্যাজ ও উপজাতীয় রিদমের সমন্বয়ে অনন্য এক যাত্রা। সমসাময়িক ঘরানার গজল ও ভক্তিমূলক সংগীত পরিবেশন করবেন সিদ্ধার্থ ও শিবম মহাদেবন।
প্রথম দিনের মঞ্চে আরও থাকবেন সুরকার অনু মালিক, যিনি নব্বই দশকের হিট গানগুলো নতুন সাজে পরিবেশন করবেন। বাবা সেহগাল হাজির হবেন বলিউড র্যাপের ভিন্ন স্বাদ নিয়ে। এছাড়া কুনাল গঞ্জাওয়ালা, আভিনাশ গুপ্ত ও রুহানিয়াত ব্যান্ডের সুরেলা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে।
দ্বিতীয় দিনে মঞ্চ কাঁপাবেন সেলিম-সুলেমান। তুঝ মে রব দিখতা হ্যায়, ও রে পিয়া, চক দে ইন্ডিয়ার মতো অমর গান পরিবেশিত হবে তাদের কণ্ঠে। তনিশক বাগচী, জারা এস খান ও আসিস কৌর মঞ্চ মাতাবেন জনপ্রিয় নাচের গান নিয়ে। সুফি রকের ছোঁয়া নিয়ে আত্মপ্রকাশ করবেন বিসমিল। পপ কুইন ঊষা উত্থুপ আনবেন জ্যাজ-ডিস্কোর আবেশ। পাঞ্জাবি সুফি-ফোক ঘরানায় গান পরিবেশন করবেন হরগুন কৌর।
উৎসবে আরও গান শোনাবেন কবির সিং, অভয় জোধপুরকর, আফলাটিউনস, রাকেশ মাইনি, সিমরান চৌধুরী, ফারহাদ ভিওয়ান্দিওয়ালা, ঋষভ চতুর্বেদী, পবনদীপ রাজন ও খুশবু গ্রেওয়াল।
শঙ্কর মহাদেবন বলেন, “বলিউড সংগীত সব সময় আবেগ আর মেলডির মাধ্যমে মানুষকে এক করেছে। এই উৎসব সেই উদযাপনের দারুণ মঞ্চ।” সেলিম-সুলেমান মন্তব্য করেছেন, “প্রতিটি লাইভ পারফরম্যান্স নতুন গল্প। এই উৎসব সংগীতের বিবর্তন আর ঐক্যের শক্তিকে তুলে ধরে।”
শুধু সংগীত নয়, উৎসবে থাকবে নানা ব্র্যান্ড অ্যাক্টিভেশন, খাবার-দাবারের বিশেষ আয়োজন, আর্ট ইনস্টলেশন, ফ্লি মার্কেট ও অভিজ্ঞতা নির্ভর অঞ্চল। টিকিটের মূল্য ধরা হয়েছে ১৪৯৯ রুপি থেকে শুরু করে ১৪৯৯৯ রুপি পর্যন্ত। ইয়েস ব্যাংকের কার্ডধারীরা পাবেন বিশেষ ছাড়।