আইসল্যান্ডে শুটিং করা একমাত্র বলিউড গান ‘গেরুয়া’

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার, পরিচালক ও প্রযোজক ফারাহ খান সাম্প্রতিক সময়ে রান্নার ব্লগের মাধ্যমে নতুনভাবে আলোচনায় এলেও তাঁর আসল পরিচয় রূপালি পর্দার জাদুকরী নির্মাতা হিসেবে। শাহরুখ খান ও কাজলের বিখ্যাত গান ‘গেরুয়া’ নিয়েই তিনি সম্প্রতি স্মৃতিচারণ করলেন ব্যবসায়ী আশনীর গ্রোভারের বাসায় গিয়ে ধারণ করা এক ভিডিও ব্লগে।

আশনীরের স্ত্রী মাধুরী জানালেন, তাঁরা সম্প্রতি আইসল্যান্ড ভ্রমণ করেছেন, যে দেশেই ‘গেরুয়া’ গানের শুটিং হয়েছিল। এ কথা শুনে ফারাহ খান মজার ছলে প্রশ্ন ছুড়ে দেন—আইকনিক সেই দৃশ্য কি তাঁরা পুনরায় অভিনয় করেছিলেন? উত্তরে দম্পতি জানান, তাঁদের কাছে সেসময় শিফনের শাড়ি ছিল না, তাই কেবল ব্যাকগ্রাউন্ডে গান বাজিয়েছেন।

এই প্রসঙ্গে ফারাহ খান খোলাসা করেন, ‘গেরুয়া’ই একমাত্র বলিউড গান যা আইসল্যান্ডে চিত্রায়িত হয়েছে। আর এ কারণেই এর খরচও ছিল আকাশছোঁয়া—মাত্র দুজন শিল্পী নিয়ে গানের বাজেট দাঁড়িয়েছিল সাত কোটি রুপি। গানটি শুটিং হয় দক্ষিণ আইসল্যান্ডের রেইনিসফিয়ারা বিচ, প্লেন ধ্বংসাবশেষ এলাকা, আগ্নেয়গিরির প্রান্তরসহ নানা বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানে।




পরে কাজল ও শাহরুখ খানেরা নিজেদের অভিজ্ঞতার কথাও প্রকাশ করেছিলেন। তাঁরা বলেছিলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে তাঁদের ঠোঁট নীল হয়ে গিয়েছিল, বারবার জ্যাকেট ও হুডি পরে থাকলেও দাঁড়িয়ে থাকা ছিল কঠিন। বরফের টুকরোয় দাঁড়াতে গিয়ে পিছলে না পড়তে তাঁদের বেঁধে রাখা হয়েছিল।

তবে এত ব্যয়বহুল গান বানিয়েও ‘গেরুয়া’ বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান নয়। সাম্প্রতিক খবরে জানা গেছে, রামচরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ ছবির সাতটি গানের মধ্যে মাত্র চারটির বাজেটই ৭৫ কোটি রুপি। গানগুলোতে প্রায় এক হাজার নৃত্যশিল্পী অংশ নিয়েছিলেন, নৃত্য পরিচালনা করেছিলেন গণেশ আচার্য।

ফারাহ খানের দীর্ঘ কর্মজীবন বলিউডকে দিয়েছে অসংখ্য স্মরণীয় গান ও চলচ্চিত্র। তাঁর হাতে জন্ম নিয়েছে ‘ছাইয়া ছাইয়া’, ‘এক পল কা জিনা’, ‘শীলা কি জওয়ানি’, ‘দেওয়াঙ্গি দেওয়াঙ্গি’র মতো নৃত্যনির্ভর দৃশ্য। পরিচালনাতেও তিনি উপহার দিয়েছেন ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো জনপ্রিয় ছবি।

বলিউডের ইতিহাসে ব্যয়বহুল গানের তালিকায় ‘গেরুয়া’ বিশেষ জায়গা করে নিয়েছে। শিল্পী-নির্মাতাদের অভিজ্ঞতা আর নির্মাণ ব্যয়ের গল্পে আজও সেটি দর্শকদের কাছে আলাদা কৌতূহল জাগায়।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নেপালে নতুন রাজনৈতিক সংকট, পার্লামেন্ট পুনর্বহালের দাবি প্রধান দলগুলোর Sep 14, 2025
img
বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৩২তম Sep 14, 2025
img
তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষে : টুকু Sep 14, 2025
img
চাকসু নির্বাচনে ডোপ টেস্টে পজিটিভ হলে বাতিল প্রার্থীতা Sep 14, 2025
img
জেনে নিন, দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Sep 14, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা Sep 14, 2025
img
বাংলাদেশের ম্যাচ হারার ব্যাখ্যা দিলেন লিটন Sep 14, 2025
img
মার্কিন বাজারে বাড়ছে বাংলাদেশের পোশাক রপ্তানি Sep 14, 2025
img
পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল আজ, সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা Sep 14, 2025
img
রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে ড্রোন হামলা ইউক্রেনের Sep 14, 2025
img
ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনা Sep 14, 2025
img
লন্ডনে অভিবাসনবিরোধী লাখো মানুষের বিক্ষোভ Sep 14, 2025
img
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪ Sep 14, 2025
img
ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় হাতছাড়া, ড্র নিয়ে ফিরল চেলসি Sep 14, 2025
img
দুপুরের মধ্যে খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস Sep 14, 2025
img
সাদাপাথর লুটকাণ্ডে পদ হারানো বিএনপি নেতা র‌্যাবের হাতে গ্রেপ্তার Sep 14, 2025
img
প্রয়োজনে আগামীকাল নির্বাচন দিন কিন্তু নতুন সংবিধান লাগবে: হাসানাত Sep 14, 2025
img
ভাঙ্গায় আবারও ৩ দিনের মহাসড়ক অবরোধ ঘোষণা Sep 14, 2025
img
জয়ে ফিরল আর্সেনাল Sep 14, 2025
img
এমবাপ্পে-গুলেরের নৈপুণ্যে ১০ জন নিয়েও রিয়ালের জয় Sep 14, 2025