ফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন। তিনি বলেন, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।
ফরদিপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামরিদী ইউনিয়ন পুনর্বিন্যাস করে ফরদিপুর-২ আসনের নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের মানুষ কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। এর সমন্বয় করছিলেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞা।
শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা করেন তিনি।
এদিকে সাধারণ জনগণের চলাচল, নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রাত থেকেই মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
কেএন/টিকে