রোমান্টিক কমেডির দুনিয়ায় বলিউড আবারও ফিরিয়ে আনছে দর্শকের প্রিয় জুটি কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডেকে। পরিচালনায় সমীর বিদওয়ানস, সিনেমার নামও যেন বেশ দীর্ঘশ্বাসের মতো তু মেরি মেইন তেরা মেইন তেরা তু মেরি। নতুন এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের শেষ দিনে, ৩১ ডিসেম্বর। তাই বছরের বিদায় আর নতুন বছরের শুরুতে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক রোমান্সঘেরা পারিবারিক বিনোদন।
সিনেমায় কার্তিকের চরিত্র রে যেখানে দেখা যাবে তার পরিচিত আবেদনময়ী উপস্থিতি ও আবেগের গভীরতা। অন্যদিকে অনন্যা রুমি হয়ে হাজির হচ্ছেন এক আধুনিক ও সতেজ রূপে, যা প্রেমের গল্পে দেবে নতুন মাত্রা। তাদের অনস্ক্রিন রসায়ন নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।
ধর্ম প্রোডাকশনস ও নামাহ পিকচার্সের ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজনায় রয়েছেন করণ জোহর, আদার পুনাওয়ালা, অপূর্ব মেহতা, শরীন মন্ত্রী কেদিয়া, কিশোর অরোরা ও ভূমিকা তিওয়ারি। প্রযোজনা টিম যেমন ভিজ্যুয়াল চমক রাখার প্রতিশ্রুতি দিয়েছে, তেমনি গল্পেও থাকছে হৃদয় ছোঁয়া ছাপ।
বছরের শেষ রাতে মুক্তি পাচ্ছে এই রোমান্টিক কমেডি, যা নির্মাতাদের বিশ্বাস নতুন বছরে প্রবেশের আগে দর্শকদের জন্য হয়ে উঠবে ভালোবাসায় ভরা এক নিখুঁত পারিবারিক অভিজ্ঞতা।
এমকে/এসএন