দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। ভোট গনণা নিয়ে দীর্ঘ অপেক্ষা, আশার আলো-আঁধারি, দুর্ঘটনা, নানা আশঙ্কা আর নাটকীয়তার পর অবশেষে নতুন নেতৃত্ব পেলেন শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যাশা জাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকের (জিএস)।
ফল ঘোষণার পর দিন রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাওয়া গেল নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলামের প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘সব দল-মত সঙ্গে নিয়েই কাজ করবো। জুলাই স্পিরিটকে ধারণ করে শিক্ষার্থীদের চাহিদার প্রতিফলন ঘটানো আমার প্রথম কাজ।’
শিক্ষার্থীদের একাডেমিক কাজগুলো বেশি গুরুত্বের সঙ্গে দেখা হবে জানিয়ে মাজহারুল বলেন, ‘জাহাঙ্গীরনগর থেকে রাজনীতি সংকোচন হচ্ছে না, আমরা ইতিবাচক প্রভাবকে এগিয়ে নিয়ে যাবো। একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবো।’
নির্বাচনে বিগত এক বছর শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিফলন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিবিরের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। ছাত্রদল ও বাম সংগঠনগুলোকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। তাদের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
এদিকে, নবনির্বাচিত জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু জানালেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূল করতে চান তিনি। বলেন, ‘সামনের এক বছর শুধু শিক্ষার্থীদের জন্যই কাজ করবো।’
ভবিষ্যতে দেশের জন্য কাজ করে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন জিতু।
কেএন/টিকে