ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবিগুলোর তালিকায় জায়গা করে নিতে যাচ্ছে অ্যাটলির নতুন প্রজেক্ট ‘AA22xA6’। সমান্তরাল মহাবিশ্বের প্রেক্ষাপটে নির্মিত এই অ্যাকশন স্পেক্টাকল ঘিরে ইতোমধ্যেই তুমুল আগ্রহ তৈরি হয়েছে দর্শকমহলে।
সুপারস্টার আল্লু অর্জুনের নেতৃত্বে মুম্বাইয়ে টানা ৫০ দিনের শুটিং শেষ করেছে ছবির টিম। এবার তারা পাড়ি জমাচ্ছে আবুধাবিতে। অক্টোবর মাসে শুরু হবে নতুন শিডিউল, যেখানে লিওয়া মরুভূমির লাল বালিয়াড়িতে ধারণ করা হবে ছবির উচ্চ-ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য।
এই ধাপে ছবির সঙ্গে যুক্ত হচ্ছেন দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’-এর শুটিং শেষ করেই তিনি যোগ দিচ্ছেন অ্যাটলির এই মেগা প্রজেক্টে। এর ফলে একসঙ্গে অ্যাটলি, আল্লু অর্জুন ও দীপিকার এই সহযোগিতা নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে গেছে।
তারকাখচিত কাস্টে আছেন রাশমিকা মন্দানা, ম্রুনাল ঠাকুর, জাহ্নবী কাপুর ও রম্যা কৃষ্ণনও। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের অন্যতম সেরা তারকাবহুল আয়োজন।
ছবির বাজেট ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি রুপি, যা ভারতীয় সিনেমার জন্য অভূতপূর্ব। প্রযোজক কালানিথি মারান (সান পিকচারস) ইতোমধ্যেই আলোচনা শুরু করেছেন হলিউডের নামকরা মার্কেটিং সংস্থা কনেক্ট মবসিন-এর সঙ্গে, যারা ‘অ্যাভাটার’, ‘ডিউন’, ‘বার্বি’-র মতো ছবির প্রচারণা সামলেছে। এর ফলে ছবির বৈশ্বিক প্রচারণা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ভিএফএক্সের কাজেও যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। ভিজ্যুয়াল ইফেক্টের গুরুত্বপূর্ণ অংশে অংশ নিতে নিজে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন আল্লু অর্জুন।
সব মিলিয়ে ভারতীয় তারকাদের উপস্থিতি, বিশ্বমানের কারিগরি দক্ষতা ও আন্তর্জাতিক পরিসরের প্রযোজনায় ‘AA22xA6’ কেবল একটি সিনেমা নয়, বরং একটি বৈশ্বিক চলচ্চিত্র ঘটনা হয়ে উঠতে চলেছে।
এমকে/এসএন