জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা রেকর্ড ভেঙে প্রায় ১ লাখে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকার। জাপানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে, চলতি মাসে এই সংখ্যা ৯৯,৭৬৩ যার মধ্যে ৮৮% নারী।
জাপান বিশ্বের দীর্ঘায়ু দেশ হিসেবে পরিচিত এবং প্রায়শই বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষ এখানেই থাকেন -যদিও কিছু গবেষণা বৈশ্বিক শতবর্ষী মানুষের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক আছে।
এছাড়া জাপান বিশ্বের দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত সমাজগুলোর একটি, যেখানে মানুষ সাধারণত স্বাস্থ্যসম্মত খাদ্য খায়, কিন্তু জন্মহার কম। জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ১১৪ বছর বয়সী শিগেকো কাগাওয়া। নারা শহরের উপশহর ইয়ামাতোকোরিয়ামার বসবাস করেন তিনি। সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন ১১১ বছর বয়সী কিয়োটাকা মিজুনো, ইওয়াতার একজন নাগরিক।
১৯৬০-এর দশকে জাপানের শতবর্ষীদের অনুপাত জি-৭ দেশের মধ্যে সর্বনিম্ন ছিল। কিন্তু এরপরের কয়েক দশকে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে, ১৯৬৩ সালে জাপান সরকার শতবর্ষী জরিপ শুরু করার সময় মাত্র ১৫৩ জন ১০০ বা তার বেশি বয়সী ছিলেন।
এই সংখ্যা ১৯৮১ সালে ১,০০০ এবং ১৯৯৮ সালে ১০,০০০-এ পৌঁছায়।