বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। দেশের মানুষের গণতন্ত্রের প্রকৃত স্বাদ পেতে নির্বাচনের বিকল্প নেই। ধানের শীষই দেশের মানুষের মুক্তির পথ।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদরের জাগীর উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীরা ক্ষমতায়ন পাবেন। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। কৃষকেরা তাদের ন্যায্যতা পাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় দেশের সর্বস্তরের মানুষের স্বার্থের কথা বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যার জন্য দলের ক্ষতি হয়। আমাদের নিজেদের ঠিক রাখতে হবে কারণ দীর্ঘ সময় আপনারা কষ্ট করেছেন।
সেই কষ্টের সময় ভুলে গেলে চলবে না। সেই দুঃশাসনের কথা মনে রেখে আগামীতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। যাতে জনগণ ধানের শীষে আস্থা খুঁজে পায়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফ হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জাগীর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আফরোজা খানম।
পিএ/টিএ