ব্যক্তিজীবনে অসংখ্য নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ভেঙেছেন অনেক নারীর মন। কিন্তু আপনি কি জানেন, সুদর্শন এ অভিনেতার মনও ভেঙেছে? হলিউড অভিনেত্রী নাতালি পোর্টম্যান হৃদয় ভেঙেছিলেন রণবীর কাপুরের।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিউইয়র্কের রাস্তায় অভিনেত্রীর সাথে প্রথম দেখা হয় রণবীরের। ওই সময় রণবীরও হয়ে উঠেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। কিন্তু নাতালি তাকে এড়িয়ে গেছেন।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে এসে অতীতের সেই স্মৃতি মনে করেন রণবীর। তিনি জানান, ভারতে তাকে দেখতে যেমন মানুষ ভিড় করে ঠিক তেমনি হলিউডের নাতালিকে দেখতে রাস্তায় তিনি ভিড় জমিয়েছিলেন। রণবীর বলেন,
'তখন নিউইয়র্কে ছিলাম। নিউইয়র্কের রাস্তায় হঠাৎ দেখি চিত্রপরিচালক কোয়েন্টিন টারান্টিনো ও অভিনেত্রী নাতালিকে। তাদের দেখেই পিছু নিয়েছিলাম।'
রণবীর আরও বলেন,
'একটি ছবি তোলার জন্য নিউইয়র্কের রাস্তায় দৌঁড়াচ্ছিলাম। নাতালি ফোনে কথা বলছিলেন। ওই সময় ওর পিছু পিছু হেঁটে বলতে থাকি একটি ছবি, একটি ছবি।'
এরপর মন খারাপ করে এ অভিনেতা বলেন,
'নাতালি আমার ডাকে পেছন ফিরে চায় আর বলে ‘দূর হও’। আমার মন ভেঙে গিয়েছিল সেদিন। কিন্তু তার জন্য মুগ্ধতা কমেনি। কারণ
‘না’ শুনেও ওর পিছু এগিয়ে যাচ্ছিলাম। তখন দেখি, ফোনে কথা বলার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তাই আজও দেখা হলে একইভাবে তার পিছু নেব ছবি তোলার জন্য।'
বর্তমানে রণবীর কাপুর ব্যস্ত সময় পার করছেন তার অভিনীত নতুন সিনেমা ‘রামায়ণ’ ও ‘লাভ এন্ড ওয়ার’ সিনেমা নিয়ে। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামালণ’ সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যাবে সাই পল্লবীকে। অন্যদিকে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘লাভ এন্ড ওয়ার’ সিনেমায় অভিনেতার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।