ভারতে ওয়াক্ফ আইন সংশোধনের বিতর্কিত কয়েকটি ধারা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি বি. আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
সংশোধিত ওয়াক্ফ আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ও আদালতে একাধিক আবেদন দায়ের করা হয়েছিল। আদালত সব ধারা স্থগিত না করলেও দুটি গুরুত্বপূর্ণ বিধান স্থগিত করেছে। এর মধ্যে অন্যতম হলো সেই ধারা, যেখানে বলা হয়েছিল ‘অন্তত গত পাঁচ বছর ধরে যারা ইসলাম পালন করছেন কেবল তারাই ওয়াক্ফ করতে পারবেন।’
এছাড়া, জেলা প্রশাসকের (কালেক্টর) হাতে ওয়াক্ফ সম্পত্তি নির্ধারণের ক্ষমতা দেওয়ার বিধানও আদালত স্থগিত করেছে।
তবে আদালত স্পষ্ট করেছে, কোনো রাজ্যের ওয়াক্ফ বোর্ডে বা কেন্দ্রীয় ওয়াক্ফ কাউন্সিলে অমুসলিম সদস্য রাখা যাবে, তবে সেই সংখ্যা তিনজনের বেশি হবে না। একই সঙ্গে অমুসলিম ব্যক্তিকে ওয়াক্ফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়ার বিধান স্থগিত করা হয়নি।
ভারতে মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, বাজার ও বিশাল পরিমাণ জমি ওয়াক্ফ সম্পত্তির অন্তর্ভুক্ত। মুসলিমরা ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে এসব সম্পত্তি দান করে থাকেন।
সংশোধিত ওয়াক্ফ আইনের বিরুদ্ধে দেশজুড়ে মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ জানায়। পশ্চিমবঙ্গে আইন পরিবর্তনকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত তিনজন নিহত হন।
সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে ডজনখানেক আবেদন এখনো বিচারাধীন রয়েছে। আদালতের বিস্তারিত রায় পরে প্রকাশ করা হবে।
এমকে/এসএন