এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত-হংকং দুদলই পরাজয় দেখেছে। আজ নিজেদের মুখোমুখি হওয়া ম্যাচে জয়ের খোঁজে নেমেছে তারা। সেই লক্ষ্যে আবুধাবিতে ওমানকে ১৭৩ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক আরব আমিরাত। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় স্বাগতিকরা।
ওপেনিংয়ে ৮৮ রানের জুটি গড়েন আলিশান শরাফু ও মুহাম্মদ ওয়াসিম। ৭ চার ও ১ ছক্কায় ৫১ রানে শরাফু বিদায় নিলেও ম্যাচের শেষ ওভার পর্যন্ত খেলেছেন অধিনায়ক ওয়াসিম।
আউট হওয়ার আগে ফিফটিও পেয়েছেন ওয়াসিম। ৬৯ রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।
ইনিংসটি সাজিয়েছেন ৬ চারের বিপরীতে ৩ ছক্কায়। ৫৪ বলের ইনিংসটি অবশ্য ব্যক্তিগত ৩৩ রানে থামতে পারত। কিন্তু সহজ ক্যাচ দিয়েও শাকিল আহমেদ মিস করলে বেঁচে যান। বড় সংগ্রহে অবশ্য অবদান রয়েছে মুহাম্মদ জোহাবি ও হারষিত কৌশিকেরও।
শেষ দিকে দুটি ছোট্ট ঝোড়ো ইনিংস খেলেছেন। ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রানে আউট হন জোহাবি। অন্যদিকে কৌশিক ২৩৭.৫০ স্ট্রাইকরেটে ১৯ রানের ইনিংসটি সাজান ২ ছক্কা ও ১ চারে। ওমানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জিতেন জিতেন রামানান্ডি।
এমকে/এসএন