আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সেই নির্বাচনে কারা কারা কাউন্সিলর হচ্ছেন বা কারা কারা সভাপতি পদের জন্য লড়াই করবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরই মধ্যে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
লড়াই করবেন তামিম ইকবালও। সেই সঙ্গে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছের কথা জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নুর মতো সাবেক ক্রিকেটারও। এবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিসিবির কাছে চিঠি দিয়েছে সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরিতে মনোনীত ক্রিকেটারদের নাম তারা প্রস্তাব করতে চায়।
বিসিবিকে পাঠানো সভাপতি বরাবর এক চিটিতে কোয়াবের পক্ষ থেকে লেখা হয়েছে, 'বিসিবি’র সংবিধান ও নির্বাচন নির্দেশিকা অনুযায়ী, আমরা আনুষ্ঠানিকভাবে ক্যাটাগরি ৩-এর (৫ জন জাতীয় ক্রিকেট অধিনায়ক এবং ১০ জন জাতীয় ক্রিকেট খেলোয়াড় প্রতিনিধি কাউন্সিলর) প্রতিনিধি মনোনীত করতে চাই আসন্ন বিসিবি নির্বাচনের জন্য। ক্রিকেটারদের স্বীকৃত সংগঠন হিসেবে, কোয়াব বিশ্বাস করে যে বোর্ডের প্রশাসনিক কাঠামোর মধ্যে খেলোয়াড়দের মতামত ন্যায্য ও সঠিকভাবে প্রতিফলিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
তারা আরও যোগ করেছে, 'আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে কোয়াবের এই মনোনয়নগুলো গ্রহণের ক্ষেত্রে আপনার সদয় বিবেচনা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। আমরা আশাবাদী যে, আপনার সহায়তায় খেলোয়াড়দের প্রতিনিধিত্ব অব্যাহতভাবে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক চেতনা জোরদার করবে।'
বিসিবি সভাপতি বরাবর এই চিঠি প্রেরণ করেছেন কোয়াবের সদ্য নির্বাচিত সভাপতি মোহাম্মদ মিঠুন। এদিকে সাধারণত তিনটি ক্যাটাগরিতে বিসিবির ২৩টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন থাকেন।
আর ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে।
এসএস/এসএন