বাংলাদেশের কোনো বড় শিরোপা নেই। বিশ্বকাপে কখনও সেমিফাইনালও খেলতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার খেলেছে সেমিফাইনাল। এশিয়া কাপে ৩ বার ফাইনাল। তবে কখনই ধরা দেয়নি আরাধ্য শিরোপা। অথচ জনাথন ট্রট ভাবতেন, বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে!
আফগানিস্তানের প্রধান কোচ বাংলাদেশকে এশিয়ার সাবেক সেরা দল হিসেবে ধরে নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভালো করার ছক কষছিলেন। সংবাদ সম্মেলনে সেই ভুল ভাঙতেই যেন একটু হতাশ হলেন। তবে চেহারার হতাশার আড়ালে নিশ্চয়ই লুকিয়ে ছিল, বাংলাদেশকে আরেকটু সহজ প্রতিপক্ষ হিসেবে পাওয়ার স্বস্তি!
সাম্প্রতিক সময়ে আফগানিস্তান বেশ সফল বাংলাদেশের বিপক্ষে। আর তাই এই ম্যাচেও ফেভারিট কি আফগানিস্তান, বাংলাদেশ চাপে থাকবে কিনা, লিটন দাসদের জন্য যে ডু ওর ডাই ম্যাচ। জবাব দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললেন আফগান কোচ। দাবি করলেন, বাংলাদেশ নাকি সাবেক এশিয়া কাপ চ্যাম্পিয়ন!
জনাথন ট্রট বলেন, ‘আমারও তাই মনে হয়। তবে দেখুন বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে।‘ এ সময় সাংবাদিকরা ভুল ধরিয়ে দিলে বলেন, ‘ওহ আচ্ছা, ফাইনাল খেলেছে। তারা এখন ট্রফি জিততে চায়।‘ তবে তৎক্ষণাৎ ট্রটের মনে হতে থাকে, কোথাও কোনো ভুল হচ্ছে। জোর গলায় দাবি করলেন, ওয়ানডেতে একবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এরপর গুগোল চেক করে নিশ্চিত হলেন, তিনি সঠিক নাকি ভুল!
ট্রট বলেন, ‘আমার মনে হয় তারা পঞ্চাশ ওভারের এশিয়া কাপ জিতেছে। জিতেনি? তুমি কি নিশ্চিত? দাঁড়াও চেক করে নিই।‘
শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের পরাজয়ের পর আকাশ চোপড়া বলেছিলেন, টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২০-২৫ বছর পরও একটি দলের এশিয়া কাপ শিরোপা না থাকা মানে দলটির কোনো উন্নতিই হয়নি। ট্রটের এই ভুল কিংবা খামখেয়ালী হয়ত হাসির খোরাক, তবে বাংলাদেশ যে এখনও এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি, আর তা যে একেবারেই মেনে নেওয়ার মতো ব্যাপার নয়, এই বিষয়টিও কি নতুন করে সামনে এলো বিগ ম্যাচের আগে?
পিএ/টিএ