এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে শুরুতে ধাক্কা খেলেও একের পর এক ক্যাচ মিস ও নিসাঙ্কার দুর্দান্ত ইনিংস আর শেষ দিকে হাসারাঙ্গার ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে লঙ্কানরা। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে চারিথ আসালাঙ্কার দল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় হংকং। শেষ পর্যন্ত নিজাকত খানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ পায় তারা।
জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছিল হংকং। তবে একের পর এক ক্যাচ মিসে অঘটনের সম্ভাবনা জাগিয়েও এশিয়া কাপ থেকে শূন্য হাতে বিদায় নিল আইসিসির সহযোগী সদস্য দেশটি।
রান তাড়া করতে নামা শ্রীলঙ্কা শুরুতেই হারায় কিপার-ব্যাটসম্যান কুসাল মেন্ডিসকে। দুটি চার মেরে শর্ট বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কিছুক্ষণ পর বিদায় নেন কামিল মিশারা। ১০ ওভারে দুই উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৬৫ রান। একাদশ ওভারে ৪০ রানে থাকা নিসাঙ্কাকে ফেরানোর সুযোগ হাতছাড়া করেন এহসান খান। এরপর থেকেই ঝড় তুলতে থাকেন নিসাঙ্কা। চতুর্দশ ওভারে আবারও জীবন পান লঙ্কান ওপেনার। এবার সীমানায় আইজাজ খানের বলে সহজ ক্যাচ ছাড়েন নিজাকাত।
পঞ্চদশ ওভারে আরও একবার জীবন পান নিসাঙ্কা। আবারও ক্যাচ নিতে পারেননি এহসান। চলতি এশিয়া কাপে এ নিয়ে ১১টি ক্যাচ ছাড়লেন হংকংয়ের ফিল্ডাররা। তবে পরের ওভারের প্রথম বলেই রান আউট হয়ে ফেরেন নিসাঙ্কা। ৪৪ বলে ছয় চার ও দুই ছক্কায় তার সংগ্রহ ৬৮ রান। এরপর ইয়াসিম মুর্তাজার বলে এলবিডব্লিউ হন কুসাল পেরেরা।
দ্রুতই সাজঘরে ফেরেন চারিথ আসালাঙ্কা ও কামিন্দু মেন্ডিসও। একসময় ২ উইকেটে ১১৯ রান থেকে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১২৭ রানে। তবে চাপের মুহূর্তে নো বল করে বসেন ইয়াসিম মুর্তাজা। ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে চাপ কাটান হাসারাঙ্গা। এরপর তাকে সঙ্গ দেন দাসুন শানাকা। ৯ বলে এক ছক্কা ও দুই চারে ২০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হাসারাঙ্গা।
তিনবার জীবন পেয়ে অর্ধশতক পেরোনো ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নিসাঙ্কা।
এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা (২ ম্যাচ, ২ জয়, ৪ পয়েন্ট, রান রেট +১.৫৪৬)। আফগানিস্তান ৯৪ রানের জয়ে ২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে (+৪.৭০০)। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে তিন নম্বরে (-২.১৫১)। টানা তিন ম্যাচে হেরে শূন্য হাতে বিদায় নিয়েছে হংকং।
পিএ/টিএ