ভেনেজুয়েলার নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে। নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলেও দাবি করেন তিনি। এতে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ট্রাম্প এসব কথা জানান।

গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয় হামলা।

ট্রাম্প জানান, মাদকবাহী নৌযানটিতে হামলায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। তবে নৌযানটিতে মাদক ছিল—এমন কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।

কর্মকর্তারা বলছেন, মাদকবিরোধী অভিযানের জন্য দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়, এর আগে একটি হামলা চালানো হয় এবং তাতে ১১ জন নিহত হয়।

সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আজ সকালে আমার আদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণ সামরিক কমান্ডের (সাউথকম) আওতাধীন এলাকায় হিংস্র মাদক পাচারকারী চক্রের সদস্য ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে।’

তিনি আরও লিখেন, ‘এই মাদক পাচারকারী চক্রগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং দেশের স্বার্থের জন্য হুমকি।’

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ৩১টি দেশে সাউথকমের মাধ্যমে কার্যক্রম চালায়।

নিজের পোস্টের সঙ্গে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করেছেন ট্রাম্প। ভিডিওটির ওপরের দিকে ‘অগোপনীয়’ (আনক্ল্যাসিফাইড) লেখা দেখা যাচ্ছিল। ভিডিওতে পানিতে থাকা একটি নৌযান বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা যায়।

রয়টার্স একটি এআই সনাক্তকরণ সরঞ্জাম দিয়ে ভিডিওটি প্রাথমিকভাবে পরীক্ষা করে, কিন্তু ভিডিওটি আংশিকভাবে ঝাপসা ছিল, যার ফলে কোনো পরিবর্তন করা হয়েছে কিনা তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে।

পরবর্তীতে ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, নৌকাগুলো মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর বলে প্রমাণ যুক্তরাষ্ট্র রেকর্ড করেছে।

এদিকে, সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলা থেকে মাদক বহনকারী একটি নৌকায় প্রথম হামলার পক্ষে যুক্তি দেখিয়েছিলেন, যেখানে ১১ জন নিহত হন। তিনি বলেন, ওয়াশিংটনের শতভাগ বিশ্বস্ততা এবং নিশ্চিততা রয়েছে যে জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাচারের সাথে জড়িত ছিল।

অন্যদিকে, ট্রাম্পের ভেনেজুয়েলার প্রতিপক্ষ নিকোলাস মাদুরো বলেছেন, কারাকাস মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করবে। আমেরিকার শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওকে মৃত্যু ও যুদ্ধের প্রভু বলে অভিহিত করেছেন তিনি। 

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ফার্মগেটে ভিক্ষা করে ৫০০ টাকা পেয়েছিলেন নাসির উদ্দিন খান Sep 16, 2025
img
১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি আর না হোক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান Sep 16, 2025
img
গত ১ বছরে একটা দিক থেকেও দেশ ভালো চলেনি : রুমিন ফারহানা Sep 16, 2025
img
‘এটা কি ভারত নয়?’- পাঞ্জাবে গিয়ে পুলিশকে রাহুলের প্রশ্ন Sep 16, 2025
img
সিঙ্গাপুর থেকে আসবে এক কার্গো এলএনজি, ব্যয় কত? Sep 16, 2025
img
কার বিরুদ্ধে মাঠে নামছে জামায়াত: জাহেদ উর রহমান Sep 16, 2025
img
টিকটক নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের সমঝোতা! Sep 16, 2025
img
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর Sep 16, 2025
img
আমাদের সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল : অর্থ উপদেষ্টা Sep 16, 2025
img
আমার ধারণা জামায়াত একাত্তরের ভুল স্বীকার করে বিবৃতি দেবে : মাসুদ কামাল Sep 16, 2025
img
কাতারের সঙ্গে নিরাপত্তা চুক্তি করার ঘোষণা যুক্তরাষ্ট্রের Sep 16, 2025
img
বিচারপতির উপস্থিতিতে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা Sep 16, 2025
img
এনবিআরে বড় রদবদল, দপ্তর বদলালো ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তার Sep 16, 2025
img

নুরাল পাগলার মাজারে হামলা

আদালতে স্বীকারোক্তি দিল ৮ আসামি Sep 16, 2025
img
ক্রীড়া কর্মসূচি প্রকল্পে বরাদ্দের টাকা বেহাত, দুদকের অভিযান Sep 16, 2025
img
দুই কোটি রুপি ও স্বর্ণসহ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার Sep 16, 2025
img
২৬৬ কোটি টাকার ফাঁকিতে চাকরিচ্যুত ২ কর কর্মকর্তা Sep 16, 2025
img
কোনো ধর্মকে আলাদা করে দেখা যাবে না : প্রধান উপদেষ্টা Sep 16, 2025
img
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু করল হাইকমিশন Sep 16, 2025
img
দুর্যোগের আগে সবার কাছে সতর্কবার্তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা Sep 16, 2025