এশিয়া কাপের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এ ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে অভিযোগ দায়ের করেছে।
এদিকে, ম্যাচ শেষের ৪৮ ঘণ্টা পর প্রতিক্রিয়া জানাল বিসিসিআই। অফিসিয়ালি কোনো বিবৃতি না দিলেও সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সূর্যকুমার যাদবরা যা করেছেন, তা ভুল কিছু নয়। ভারতীয় বোর্ড ক্রিকেটারদের পাশে রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, “দেখুন, ক্রিকেটের নিয়মে খেলা শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক নিয়ে কিছু লেখা নেই। সাধারণত সম্মান জানাতে দু’দলের ক্রিকেটাররা হাত মেলান। বিশ্বজুড়ে সেটাই দেখা যায়। কিন্তু এর তো কোনও নিয়ম নেই। তাহলে পাকিস্তান কোন ভিত্তিতে অভিযোগ করছে।”
ম্যাচ শেষে প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই সতীর্থকে নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, দু’দেশের মধ্যে যে সম্পর্ক তাতে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালে সেটাই অস্বাভাবিক হতো। আমাদের ক্রিকেটাররা ঠিক কাজই করেছেন। তিনি বলেন, “যদি কোনও নিয়মই না থাকে তাহলে সূর্যরা একদম ঠিক করেছে। যে দেশের সঙ্গে আমাদের এত খারাপ সম্পর্ক, যে দেশ সব সময় আমাদের খারাপ চেয়েছে তাদের সঙ্গে হাত কেন মেলাব। কোনও রকম সম্পর্ক রাখব না। সূচি অনুযায়ী ভারত খেলেছে। তার বেশি কোনও সম্মান দেখানো হবে না।”
ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর পাক অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারতীয় কাপ্তান সূর্যকুমার যাদব। খেলা শেষেও সেই ছবি দেখা যায়। সাজঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ভারতীয় ক্রিকেটাররা। প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে পাকিস্তান।
এই ঘটনায় ম্যাচ রেফারি পাইক্রফ্টকে নিশানা করেছে পাকিস্তান। তার অপসারণ চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি। ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘিত হয়েছে। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবিও জানিয়েছে পিসিবি।’
পাকিস্তানের অভিযোগ ছিল, ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘন করেছেন। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করা, তাদের অভিনন্দন বা শুভেচ্ছা জানানো রীতি বা ক্রিকেটীয় সৌজন্য।
ইএ/টিকে