বলিউডের তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর এখন একের পর এক ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তাঁর নতুন ছবি সানি সংস্কারী কি তুলসী কুমার–এর প্রচারণার মঞ্চে উঠতেই তাঁকে করা হয় ব্যক্তিগত জীবনের বহুল আলোচিত প্রশ্ন-বিয়ে কবে করছেন তিনি?
প্রশ্ন শুনে হাসিমুখেই উত্তর দেন জাহ্নবী। স্পষ্ট ভাষায় তিনি জানান, আপাতত তাঁর জীবনে শুধুই সিনেমা, বিয়ে নিয়ে ভাবার সময় এখনও অনেক বাকি। তিনি বলেন, “এখন শুধু ছবির পরিকল্পনাই করছি, বিয়ে নিয়ে একেবারেই কোনো তাড়া নেই।”
উল্লেখ্য, ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে। এর আগেও এক সাক্ষাৎকারে তিনি নিজের স্বপ্নের বিয়ের কথা বলেছিলেন। তাঁর ইচ্ছে, তিরুপতিতে হবে সেই বিয়ে, একেবারেই সাধারণ আয়োজনের মধ্য দিয়ে।
তবে এখন যে তিনি ব্যক্তিগত বিষয়গুলোকে দূরে সরিয়ে রাখছেন, তা স্পষ্ট তাঁর কর্মপরিকল্পনায়। কারণ একের পর এক বড় প্রকল্পের নায়িকা হয়ে উঠছেন জাহ্নবী। সামনে আছে পেড্ডি ছবির কাজ, যেখানে তিনি দক্ষিণী সুপারস্টার রাম চরণের বিপরীতে অভিনয় করবেন।
সব মিলিয়ে, এই মুহূর্তে জাহ্নবীর কাছে বিয়ে নয়, বরং ক্যারিয়ারই সবার আগে। ভক্তরাও মনে করছেন, তাঁর এই সিদ্ধান্ত প্রমাণ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে কতটা মনোযোগী।
টিকে/