দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন একেবারে ভিন্ন রূপে। মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রীকে দেখা যাবে ভয়ংকর এক ভূতের চরিত্রে। কাঞ্চনা ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি কাঞ্চনা ৪-এ তাঁর এই রূপান্তর ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।
পরিচালক রাঘব লরেন্স, যিনি আগের তিনটি কাঞ্চনা নির্মাণ করেছিলেন, জানিয়েছেন এবারকার পর্ব হবে আরও অন্ধকার, ভয়ংকর এবং তীব্র। তবে সিরিজটির স্বকীয় হাস্যরসও থাকবে আগের মতো। সবকিছুর কেন্দ্রেই থাকছেন রাশমিকার ভূতের চরিত্র, যা হবে তাঁর ক্যারিয়ারের সাহসী মোড়।
‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত রাশমিকাকে এমন এক ভূমিকায় দেখতে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রূপালি পর্দার স্নিগ্ধ নায়িকা যখন ভীতিকর আবির্ভাবে হাজির হবেন, তখন কেমন প্রতিক্রিয়া তৈরি হবে, সেটাই এখন দেখার বিষয়। অনেকের ধারণা, কাঞ্চনা ৪ হতে পারে এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে স্মরণীয় পর্ব।
টিকে/