গ্লোবাল পপ সেনসেশন টেলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের ঘোষণা দেন গত ২৬ আগস্ট। দুই বছরের সম্পর্কের পর এই যুগল স্বপ্নের মতো এক রোমান্টিক পরিবেশে বাগদান সম্পন্ন করেন। ফুলে ঘেরা বাগানের মাঝে দুই তারকার বাগদান হয়েছিল। সে সময় টেইলরের হীরের আংটি নিয়েও বেশ আলোচনা হয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্র্যাভিস কেলসি তাদের প্রেমের বিষয়ে জানান। তিনি জানান টেইলরকে প্রপোজ করার সময় তিনি বেশ চিন্তায় ছিলেন। ক্রীড়া ভাষ্যকার এরিন অ্যান্ড্রুস যখন ট্র্যাভিস জিজ্ঞেস করেন, প্রপোজ করার সময় কি তোমার হাত কাঁপছিল? মুচকি হেসে ট্র্যাভিস বলেন, ওই গল্পটা টেলরই ভালো বলতে পারবে। তবে হ্যা ভয়ে হাতের তালু ঘেমে যাচ্ছিল।
তিনি আরও বলেন, আমি খুবই আবেগপ্রবণ মানুষ। তাই দুই-এক ফোঁটা চোখের পানিও এসেছিল। এটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ এক যাত্রা, আর আমি আর অপেক্ষা করতে পারছি না জীবনের বাকি সময়টা ওর সঙ্গে কাটানোর জন্য।
টেলর কীভাবে তার জীবন ও ব্যক্তিত্বকে প্রভাবিত করেছেন, সে কথাও খোলাখুলি বলেছেন কেলসি। তিনি বলেন, টেলর আমাকে আরও ভালো একজন মানুষ হতে সাহায্য করেছে। তার সঙ্গে থেকেই আমি নিজেকে আরও স্বচ্ছন্দে মেনে নিতে শিখিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালেই প্রথম তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর থেকে এই তারকা জুটি হয়ে ওঠেন বিনোদন ও খেলাধুলার দুনিয়ার সবচেয়ে আলোচিত প্রেমিক-প্রেমিকা। টেলরকে একাধিকবার ক্যানসাস সিটি চিফসের ম্যাচে গ্যালারিতে চিয়ার করতে দেখা গেছে, আবার কেলসিকেও দেখা গেছে টেলরের সোল্ড-আউট ‘ইরাস ট্যুর’-এর কনসার্টে।
এবি/টিকে