বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ হকিতে অংশগ্রহণ করছে। এজন্য হকি ফেডারেশন অ-২১ দলকে সাধ্যমত প্রস্তুতির ব্যবস্থা করেছে। তবে তার মধ্যে খানিকটা বাধ সাধার অতিক্রম পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য তিন ম্যাচের প্লে অফ সিরিজ।
বাংলাদেশ এশিয়া কাপে ষষ্ঠ হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ সিরিজ খেলতে হবে। এই সিরিজ দ্রুত ঢাকায় আয়োজনের তাগিদ এশিয়ান হকি ফেডারেশনের। এ নিয়ে খানিকটা সংকটে পড়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।
আজ হকি ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) বলেন, 'আমরা চাই অ-২১ দলের প্রস্তুতি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ হোক। এর মধ্যে কোনো বিরতি বা বাধা চাই না। এ নিয়ে ডাচ কোচের সঙ্গে আলোচনাও হয়েছে। এজন্য প্লে অফ সিরিজের সূচি নিয়ে কাজ করছি।
অ-২১ দলের ৮ জন সিনিয়র দলেও খেলেন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হলে সেটা অ-২১ দলের প্রস্তুতি, পরিকল্পনা ও সমন্বয়ে ব্যঘাত ঘটবে। এজন্য বাংলাদেশের চাওয়া ছিল ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথমে সিরিজ আয়োজনের। কিন্তু এশিয়ান হকি ফেডারেশনের চাওয়া দ্রুতই এটি করার। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, 'আমরা একটি সময় নিয়ে আলোচনা করছি। এই মাসের শেষের দিকে সিদ্ধান্ত হবে। এই ম্যাচ আয়োজনের খরচও আমাদের। এখন কোনো কারণে আমরা ম্যাচ আয়োজন না হলে পাকিস্তান বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে।'
ডাচ কোচ আইকম্যান গত দুই সপ্তাহ বাংলাদেশ অ-২১ দলকে প্রশিক্ষণ দিয়েছেন। আগামী সপ্তাহে মালয়েশিয়ায় চারটি প্রস্তুতি খেলতে যাবে বাংলাদেশ। এর আগে আজ তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'আমি খেলোয়াড়দের নিয়ে খুটিনাটি কাজ করার চেষ্টা করছি। বিশেষ করে রক্ষণভাগ ও গোলরক্ষকের মধ্যে সমন্বয় এবং কৌশলগুলো দেখানোর চেষ্টা করেছি। বিশ্বকাপে আমার লক্ষ্য থাকবে ভালো হকি খেলে অস্ট্রেলিয়া সহ বড় দলগুলোকে চমকে দেয়া।'
বাংলাদেশ দল মালয়েশিয়া থেকে এসে ইউরোপের সুইজারল্যান্ডে যাবে। সেখানে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে চারটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। অক্টোবরের শেষে সুইজারল্যান্ড থেকে ফিরে দেশে সপ্তাহ দু’য়েক অনুশীলন। ফেডারেশনের পরিকল্পনা বিশ্বকাপ ভেন্যুতে সাত দিন আগেই বাংলাদেশকে পাঠানোর। 'আমরা সাত দিন আগে আমাদের দলকে পাঠাব। সেখানেও সুইজারল্যান্ড ও আরো দুই একটি দেশের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলব সেটার আলাপ হয়ে আছে’, বলেন সাধারণ সম্পাদক।
বিশ্বকাপ প্রস্তুতি ও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ সিরিজ আয়োজনে হকি ফেডারেশনের অনেক অর্থ প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাই ফেডারেশন কর্তারা অর্থ যোগানের জন্য দৌড়ঝাপ করছেন। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আজ দুপুরে বাফুফে ভবনে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এসএস/এসএন