টিপ টিপ বারসা পানি—গানটি নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই গানের ভিডিওতে অক্ষয় কুমার-রাভিনা ট্যান্ডনের রোমান্সে মেতেছিল দর্শক। শুধু তা-ই নয়,
ভেজা হলুদ শাড়িতে রাভিনার উচ্ছ্ল যৌবনে কাত হয়েছিল পুরুষমহল। রাতারাতি ফ্যান বেড়ে গিয়েছিল তিন গুণ।
সে সময় চুটিয়ে প্রেম করছিলেন অক্ষয়-রাভিনা। সেই প্রেমে বয়ে গিয়ছিল বেদনার চোরাস্রোত, যা নিয়ে এখনো বলিউডের অন্দরে চর্চা হয়। সে সময়ের এক ঘটনা আজও নাড়া দিয়ে যায় রাভিনাকে।
তাদের প্রেমের খবরে যখন গোটা বলিউড মত্ত, ঠিক সে সময় ‘খিলাড়িও কা খিলাড়ি’ ছবির সময় যখন অভিনেত্রীর রেখার নজর গেল অক্ষয়ের দিকে।
অক্ষয়কে সে সময় চোখে হারাতেন রাভিনা। তখন রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকতে বলেছিলেন রাভিনা। কিন্তু হঠাৎই অক্ষয় ও রাভিনার প্রেমে লাগে কুনজর। রাতারাতি প্রায় রাভিনার সঙ্গে ব্রেকআপ করলেন অক্ষয়।
শোনা যায়, এর পরই নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাভিনা। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এই খবরকে বরাবরই গুঞ্জন বলে উড়িয়ে দেন রাভিনা।
অভিনেত্রীর কথায়, আত্মহত্যা নয়, বরং ডায়রিয়া হয়েছিল তার। তবে রাভিনার ঘনিষ্ঠরা আত্মহত্যার খবরকেই সিলমোহর দিয়েছেন বহুবার।
এসএন