ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৪টি মেট্রোরেল স্টেশনে (আগারগাঁও ও কারওয়ান বাজার ব্যতীত) ৩১টি রিটেইল শপ ভাড়া প্রদানের ঘোষণা দিয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর দরপত্র পদ্ধতিতে আহ্বান করা ভাড়া বিজ্ঞপ্তির বিপরীতে প্রাপ্ত আবেদনপত্র জমাদানকারী প্রতিষ্ঠানগুলোর মনোনীত প্রতিনিধিদের উন্মুক্ত করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতায় রক্ষণাবেক্ষণ ও পরিচালনাধীন এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত (আগারগাঁও ও কারওয়ান বাজার ব্যতীত) ১৪টি মেট্রোরেল স্টেশনে ৩১টি রিটেইল শপ ভাড়া প্রদানের লক্ষ্যে উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতিতে আহ্বান করা ভাড়া বিজ্ঞপ্তির বিপরীতে প্রাপ্ত আবেদনপত্র আগামী ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে (মেট্রোরেল ভবন, লেভেল-৫) আবেদনপত্র জমাদানকারী প্রতিষ্ঠানগুলোর মনোনীত প্রতিনিধিদের উপস্থিতিতে (যদি কেউ উপস্থিত থাকেন) উন্মুক্ত করা হবে।
এই উন্মুক্তকরণ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
এসএন