তামিল সুপারস্টার অজিত কুমারের বহুল আলোচিত ছবি ‘গুড ব্যাড আগলি’ বড় ধাক্কায় পড়েছে। মুক্তির পর অল্প সময়ের মধ্যেই ছবিটি নেটফ্লিক্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ, কিংবদন্তি সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার দায়ের করা মামলা।
ইলাইয়ারাজার অভিযোগ, ছবিতে ব্যবহৃত কয়েকটি জনপ্রিয় গান—‘ওথ্থা রুবা তারেন’, ‘এন জোডি মাঞ্জা কুরুবি’ ও ‘ইলাইমাই ইধো ইধো’—তার অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান মৈথ্রি মুভি মেকার্স দাবি করে, তাদের যথাযথ অধিকার ছিল। তবে আদালত তা মানেনি।
মাদ্রাজ হাইকোর্ট অন্তর্বর্তী আদেশে ছবিটির অনলাইন প্রদর্শন ও বিতরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ফলে ছবিটি আর নেটফ্লিক্সে দেখা যাচ্ছে না।
আধিক রাভিচন্দ্রন পরিচালিত ‘গুড ব্যাড আগলি’ মুক্তি পেয়েছিল গত ১০ এপ্রিল। অজিতের সঙ্গে ছবিতে আরও অভিনয় করেছেন ত্রিশা, অর্জুন দাস, প্রসন্না, প্রভু ও সুনীল। মুক্তির এক মাসের মাথায়, ৮ মে ছবিটি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়। কিন্তু কপিরাইট বিরোধে জড়িয়ে সেটি নামিয়ে নিতে হলো।
ভারতের চলচ্চিত্র ও ওটিটি শিল্পে কপিরাইট নিয়ে বাড়তে থাকা জটিলতার আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠল এই মামলা। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ‘গুড ব্যাড আগলি’ দর্শকদের জন্য অনুপলব্ধই থাকবে।
এসএন