আগামী মাসে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেই টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা। টানা ৯০ টেস্ট খেলা ক্রেইগ ব্র্যাথওয়েট দলে জায়গা পাননি তার বাজে ফর্মের কারণে। তার জায়গায় ফিরেছেন তেজনারাইন চন্দরপল।
ভারতের বিপক্ষে দল ঘোষণার পর সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়ায় ব্র্যাথওয়েটের দলে না থাকার বিষয়টি। কারণ, আসন্ন সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক ছিলেন তিনিই। তবে নিজের বাজে ফর্মের কারণে গত মার্চে অধিনায়কের পথ থেকে সরে দাঁড়ান ব্র্যাথওয়েট। এবার দল থেকেই বাদ পড়লেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র দশম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা ব্র্যাথওয়েট ৮ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। ৩২ বছর বয়সি এই ব্যাটসম্যান টানা ৯০ টেস্ট খেলার রেকর্ডও গড়েছিলেন।
এদিকে ভারতের পিচ সব সময়ই স্পিন সহায়ক হয়। সেই বিষয় মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজের দলে ফেরানো হয়েছে ব্যাটসম্যান আলিক আথানাজেকে। আর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন খারি পিয়েরে।
পিয়ের ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ৩ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। এবার ভারত সফরে টেস্ট ক্যাপ পাওয়ার সম্ভাবনা তার প্রবল। ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১১১ উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সি এই ক্রিকেটার। আগামী ২৪ সেপ্টেম্বর ভারতে পা রাখবে ক্যারিবীয়ানরা। প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর। পরের টেস্ট শুরু দিল্লিতে ১০ অক্টোবর।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
রোস্টন চেইস (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, আলিক আথানেজে, জন ক্যাম্পবেল, তেজনারাইন চন্দরপল, জাস্টিন গ্রেভস, শাই হোপ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়েরে ও জেডেন সিলস।
এসএস/এসএন