ভারতীয় সিনেমার জনপ্রিয় নায়ক জুনিয়র এনটিআর আবারও প্রমাণ করলেন সিনেমার প্রতি তাঁর অদম্য ভালোবাসা। এবার নতুন ছবি ‘এনটিআর-নীল’-এর জন্য নিজেকে তৈরি করতে কঠোর শারীরিক পরিশ্রমে ব্যস্ত তিনি। ছবিটি নির্মাণ করছেন ব্লকবাস্টার পরিচালক প্রশান্ত নীল। প্রযোজনা করছে মৈথ্রি মুভি মেকার্স ও এনটিআর আর্টস।
সম্প্রতি একটি জিম ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে একেবারেই নতুন রূপে এনটিআরকে। সুঠাম দেহ, শানানো পেশি আর চোখে-মুখে অদম্য দৃঢ়তা—সব মিলিয়ে দর্শকরা অভিভূত। তাঁর প্রশিক্ষক কুমার মান্নাভা এই রূপান্তরকে বলেছেন এনটিআরের জীবনের সবচেয়ে কঠিন ট্রেনিং।
প্রশান্ত নীলের বিখ্যাত ‘মাস ভিশন’ আর এনটিআরের আগুনঝরা উপস্থিতি মিলিয়ে ছবিটি ইতিমধ্যেই বছরের সবচেয়ে প্রতীক্ষিত প্রকল্পে পরিণত হয়েছে। ভক্তরা এখন থেকেই ধরে নিচ্ছেন, এতে থাকবে দারুণ সব অ্যাকশন দৃশ্য ও নতুন মাত্রার পারফরম্যান্স।
শুধু অভিনয় নয়, এনটিআরের এই নিবেদন ও শৃঙ্খলাপূর্ণ প্রস্তুতি অনেককেই অনুপ্রাণিত করছে। সমালোচকদের মতে, এই সহযোগিতা ভারতীয় সিনেমায় নতুন মানদণ্ড তৈরি করতে পারে।
এসএন