আমার অকাল বিদায়ই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট : রশিদ

বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য শেষ দুই ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ২৩ রান, হাতে ছিল তিন উইকেট। ১০ বলে ২০ রানে অপরাজিত রশিদ খান ক্রিজে থাকায় আফগানদের জয়ের পক্ষে বাজি ধরার লোক কম ছিল না। কিন্তু মুস্তাফিজুর রহমানের বলে শর্ট থার্ডম্যান অবস্থানে দাঁড়ানো তাসকিন আহমেদের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন রশিদ। আফগানদের ৮ রানের হারের জন্য এই আউটটিকেই টার্নিং পয়েন্ট মনে করছেন রশিদ।

আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান তাদের আট রানের পরাজয়ে নিজের উইকেটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। ইনিংসের শুরুতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে দারুণ শুরু এনে দিয়েছিলেন টাইগারদের। সাইফ ৩০ রান করে আউট হলেও অর্ধশতক তুলে নেন তানজিদ তামিম। তবে এই বাঁহাতির বিদায়ের পর বাংলাদেশের রানের গতি মন্থর হয়ে পড়ে। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও নূর আহমদ দুইটি করে উইকেট নেন, আর একটি নেন আজমতউল্লাহ ওমরজাই।

জবাবে আফগানিস্তান ২০তম ওভারের শেষ বলে অলআউট হয়ে যায় ১৪৬ রানে। এই হারে সুপার ফোরের রাস্তা আফগানদের জন্যও কঠিন হয়ে গেছে। শেষ ম্যাচে লঙ্কানদের হারাতেই হবে আফগানদের।

এদিন শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে অধিনায়ক রশিদের ওপরেই ম্যাচ শেষ করে আসার ভার পড়েছিল। শেষ ২ ওভারে জয়ের জন্য ২৩ রান দরকার পড়লেও মোস্তাফিজুর রহমানের স্লোয়ারে পরাস্ত হয়ে শর্ট থার্ডম্যানে ধরা পড়েন তিনি। এতে ম্যাচের সমীকরণ দাঁড়ায় ১০ বলে ২৩ রান, হাতে মাত্র দুটি উইকেট। নবম উইকেটে নেমে নূর আহমদ নয় বলে ১৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও জয় ছিনিয়ে আনতে তা যথেষ্ট হয়নি।

ম্যাচ শেষে রশিদ খান বলেন, তার অকাল বিদায়ই হারের মূল কারণ এবং আফগান ব্যাটাররা রান তাড়ায় কিছু ‘দায়িত্বজ্ঞানহীন শট’ খেলেছে। তবে তিনি বোলিং ইউনিটকে কৃতিত্ব দেন বাংলাদেশকে ১৬০ রানের নিচে আটকে রাখার জন্য।



রশিদের ভাষায়, 'আমরা শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। আমি আউট হওয়ার আগ পর্যন্ত ম্যাচে ছিলাম, কিন্তু শেষটা করতে পারিনি। বর্তমানে ১৫ বলে ৩০ রান করা সম্ভব, কিন্তু তখন আমরা নিজেদের ওপর অতিরিক্ত চাপ নিয়েছিলাম এবং শটগুলো সঠিকভাবে খেলতে পারিনি।'

তিনি আরও বলেন, 'যেভাবে আমরা বোলিংয়ে ফিরে এসেছি, সেটা বিশাল কাজ। ১০ ওভারে ওরা ৯০ রান তুলেছিল, তারপরও তাদের ১৬০-র নিচে আটকে রাখা বড় সাফল্য। আমার মনে হয় উইকেটটা ১৬০-১৭০ রানের উপযোগী ছিল, কিন্তু আমরা অযথা কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি।'

সুপার ফোরে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। বৃহস্পতিবারের (১৮ সেপ্টেম্বর) ম্যাচের আগে রশিদ দলের খেলোয়াড়দের ভুল থেকে শিক্ষা নিতে এবং মানসিকভাবে শক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, 'এটা গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে এশিয়া কাপে, যেখানে ম্যাচ খুব কম হয়, আর প্রতিটি ম্যাচই আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। পরের ম্যাচ বড় চ্যালেঞ্জ, শ্রীলঙ্কার বিপক্ষে। আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং মানসিকভাবে দৃঢ় হতে হবে- এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।'

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৩১ Nov 07, 2025
img
ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল Nov 07, 2025
img
গত আট মাসের মধ্যে প্রথমবার অক্টোবর মাসে রপ্তানি কমলো চীনের Nov 07, 2025
img
আর নেই বলিউড অভিনেত্রী জেরিন খান Nov 07, 2025
img
গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে বিভিন্ন চক্রান্ত চলছে: মির্জা ফখরুল Nov 07, 2025
img
জাপানের জনশক্তির ঘাটতি পূরণের উদ্যোগ বাংলাদেশের Nov 07, 2025
img
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান Nov 07, 2025
img
জায়েদ খানের অতিথি ঋতুপর্ণা Nov 07, 2025
img
তৃতীয় বিমানবাহী রণতরী নামালো চীন Nov 07, 2025
img
নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ Nov 07, 2025
img
আফগানিস্তানকে স্তব্ধ করল নেপালের রশিদ খানের হ্যাটট্রিক! Nov 07, 2025
img
সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ Nov 07, 2025
img
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ইপিজেড শ্রমিকের Nov 07, 2025
img
খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেপ্তার Nov 07, 2025
img
রাজস্থানেই বিয়ে করবেন বিজয়-রাশমিকা Nov 07, 2025
img
বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের Nov 07, 2025
img
কাছের মানুষ হারালেন হৃতিকের প্রাক্তন স্ত্রী Nov 07, 2025
img
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা হয়নি উইলিয়ামসনের Nov 07, 2025
img
জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় : তাহের Nov 07, 2025
img
ওমরাহ পালন করতে সৌদি গেলেন সারজিস আলম Nov 07, 2025