ফেব্রুয়ারিতে যদি সরকার নির্বাচন করতে না পারে তাহলে দেশে একটি অস্থিরতা শুরু হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একই সঙ্গে দেশের বাইরেও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য তার।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের ওপর আর আস্থা রাখতে পারছে না, নাকি বিএনপিকে ঠেকাতে এই আন্দোলনের ডাক?
এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিএনপিকে ঠেকানো তো বটেই, সরকার বুঝতে পারছে আগামী নির্বাচনটা যদি পেছায় বা ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা করতে না পারে তাহলে দেশে যেমন একটা অস্থিরতা দেখা দেবে ঠিক একই সঙ্গে দেশের বাইরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
ইতিমধ্যে বাংলাদশের বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ থেকে নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুমিন ফারহানা। নির্বাচনে সরকারকে তারা সার্বিক সহায়তা করবে বলেও আশ্বাস দিচ্ছে।
বিএনপির এই নেত্রী বলেন, দেশে এবং দেশের বাইরে একটি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সেই দিক থেকে সরকারও কিন্তু চাইবে না যে নির্বাচনটা ফেব্রুয়ারির পর আরো পিছিয়ে যাক। সরকারের মধ্যে সরকার বা ভেতরের সরকার যেটা আমরা শুনতে পাই সেটি যদি আমরা একপাশে সরিয়ে রাখি তাহলে দৃশ্যমান সরকার কিন্তু চাইছে না নির্বাচন পিছিয়ে যাক।