বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, ‘দেশের বিরুদ্ধে কাজ করে যারা চিহ্নিত রাজাকার ও খুনি তারাই আবারা মাথাচাড়া দিয়ে উঠছে। এদের দমাতে হবে। এরা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। বিএনপির হাতেই দেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ।
তাই আগামী নির্বাচনে সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তাই আমরা দ্রুত নির্বাচন চাই।’
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামটা এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি। এটা আমরা মনে-প্রাণে ধারণ ও বিশ্বাস করি। ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি কারাগারে গিয়েছেন, কিন্তু কারো সঙ্গে আপস করেননি। দেশ এখন ফ্যাসিবাদমুক্ত। দেশের মানুষ এখন দ্রুত নির্বাচন চায়। আমরাও চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হোক।
এ জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘আমি খালেদা জিয়ার সঙ্গে এই নান্দাইলে চৌধুরীবাড়িতে এসেছিলাম। এই পরিবার বিএনপির জন্য অনেক কিছু করেছে। তাদের ত্যাগ ভোলার নয়।’
নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে প্রধান সমন্বয়ক মীর্জা ফারজানা হোসনা, সাবেক এমপি বিলকিস ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের ময়মনসিংহ জেলা আহ্বায়ক তানজিন চৌধুরী মিলি, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন।
ইউটি/টিএ