আজ ৭৫তম জন্মদিন উদযাপন করছেন নরেন্দ্র মোদি। জীবনের এই বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসছেন তিনি। ভারতের ক্রীড়াঙ্গনেরসহ সর্বস্তরের মানুষ দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন।
রাজনৈতিক ব্যক্তিবর্গরা তো জানাচ্ছেনই। দেশের বাইরে থেকেও শুভেচ্ছা পাচ্ছেন মোদি। তেমনি এক বিশেষ ব্যক্তি ‘বিশেষ’ উপহার পাঠিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই ব্যক্তি হচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। জন্মদিন উপলক্ষে মোদিকে ২০২২ বিশ্বকাপের জার্সি পাঠিয়েছেন মেসি।
তার পাঠানো স্বাক্ষরকৃত জার্সির বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। নিউজ এজেন্সি আইএএনএসকে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে স্বাক্ষরকৃত জার্সি পাঠিয়েছেন মেসি। সে যখন ভারতে আসবে আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের। সে তার ভারতীয় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রথমবার নতুন দিল্লি ও মুম্বাইয়ে আসার সুযোগ পেয়ে খুশি হয়েছে সে এবং তার ভক্তদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছে।’
আগামী ডিসেম্বরে ভারতে আসবেন মেসি। অবশ্য শুধু মেসি নন, আর্জেন্টিনা দলই আসবে। ১২ ডিসেম্বর ভারতে পৌঁছার পর তিনবারের বিশ্বকাপজয়ীদের সফর শুরু হবে কলকাতায়। ১৩ ডিসেম্বর কলকাতা থেকে মুম্বাইয়ের পথে রওনা দেবেন তারা। আর ১৫ ডিসেম্বর নতুন দিল্লিতে দিনভর খেলাধুলা ও ভক্তদের সঙ্গে আনন্দ উদযাপন করে সফরের সমাপ্তি টানবে।
ইউটি/টিএ