ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদের পর একাধিকবার আঙুল উঠেছে বলিউডের নৃত্যশিল্পী ধনশ্রীর বর্মার দিকে। অভিযোগ, চাহালের সঙ্গে প্রতারণা করেছেন। অবশেষে সে প্রসঙ্গে মুখ খুলেছেন ধনশ্রী।
ধনশ্রী জানিয়েছে, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং মুখ খোলার ক্ষেত্রে চাহালই সমস্যায় পড়বেন।
‘রাইস অ্যান্ড ফল’ নামে একটি অনুষ্ঠানে অংশ নেন। ‘বিগ বস’-এর আদলে তৈরি এই অনুষ্ঠানে ধনশ্রী বলেন, ‘ইচ্ছে করে আমার বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। যত ভুলভাল কথা বলা হয়, তার সবটাই মিথ্যা। ওর আসলে ভয় লাগে, আমি যদি মুখ খুলি। তাই আগে থেকেই আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়।’
২০২ সালে বিয়ে করেন ধনশ্রী ও চাহাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুজনের সম্মতিতে তারা বিচ্ছেদ গ্রহণ করেন। বিচ্ছেদের পরও সামাজিক মাধ্যমে দুজনকে একে অপরকে খোঁচা দিতে দেখা গেছে।
কেএন/টিএ