ডাবলিনে রেকর্ড গড়লেন জ্যাকব বেথেল। রেকর্ডটা অবশ্য ব্যাট-বলে নয়, বয়সের। আয়ারল্যান্ডের বিপক্ষে টস করতে নেমে ১৩৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার।
ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়েছেন বেথেল।
শুধু টি-টোয়েন্টিতে নয়, ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে। এতদিন রেকর্ডটির মালিক ছিলেন মন্টি বাউডেন। ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে টস করার সময় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বয়স ছিল ২৩ বছর ১৪৪ দিন।
বাউডেনের সেই রেকর্ড আজ ২১ বছর ৩২৯ দিন বয়সে ভেঙে দিয়েছেন বেথেল।
টি-টোয়েন্টি সর্বকনিষ্ঠ অধিনায়কের মালিক ছিলেন সাবেক বাঁহাতি ওপেনার অ্যালিস্টার কুক। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসের সময় তার বয়স ছিল ২৪ বছর ৩২৫ দিন।
রেকর্ডটা যে গড়বেন বেথেল তা আগেই জানা গিয়েছিল। শুধু সময়ের অপেক্ষা ছিল।
কেননা নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুককে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। আজ টস করতে নেমে ভাগ্যের খেলাতেও জিতেছেন সর্বকনিষ্ঠ অধিনায়ক। টস জিতে অবশ্য ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এবি/টিএ