নাটকীয়তা শেষে মাঠে আসলেন পাকিস্তানের ক্রিকেটাররা

পিসিবি সভাপতি মহসিন নাকভি অনুমতি দেয়ার পর টিম হোটেল থেকে বের হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। অল্প কিছু সময়ের মধ্যে মাঠেও এসে পৌঁছেছেন তারা। আপাতত জানা গেছে, বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে টস। পরবর্তীতে সাড়ে ৯ টায় মাঠে গড়াবে প্রথম বল।

ম্যাচ রেফারিকে সরাবে না আইসিসি

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরাতে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি। তবে তাদের কথা পাত্তা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকবাজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচেও ম্যাচ রেফারি হিসেবে থাকবেন পাইক্রফ্ট। এমন অবস্থায় পাকিস্তান কী করবে সেটা এখনো জানা যায়নি। ৯ টায় টস, সাড়ে ৯ টায় শুরু ম্যাচ

সাম্প্রতিক ঘটনায় ম্যাচের সময় এক ঘণ্টা পেছাতে অনুরোধ করে পিসিবি। তাদের অনুরোধ রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যার ফলে বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে টস। ম্যাচ শুরু হবে সাড়ে ৯ টা সময়।

মাঠে যাচ্ছে পাকিস্তান

রমিজ রাজা ও নাজাম শেঠির মতো সাবেক সভাপতিদের নিয়ে লাহোরে বৈঠক করছেন মহসিন নাকভি। বৈঠক চলাকালীনই ক্রিকেটারদের হোটেলে বসে না থেকে মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সভাপতির অনুমতি পাওয়ায় মাঠে যাচ্ছে পাকিস্তান দল।

রমিজ-নাজাম শেঠিকে নিয়ে পিসিবির বৈঠক

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে না সরালে এশিয়া কাপ বর্জন করতে পারে পাকিস্তান। কয়েকদিন ধরেই এমন খবর ভেসে বেড়াচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে। সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে লাহোরে রমিজ রাজা ও নাজাম শেঠির মতো সাবেক সভাপতিদের নিয়ে বৈঠক করছেন বর্তমান পিসিবি সভাপতি মহসিন নাকভি।

এক ঘণ্টা পিছিয়ে গেল ম্যাচ

ম্যাচের ঘণ্টাখানেক বাকি থাকলেও এখনো মাঠে আসেনি পাকিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলবেন কিনা সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পিসিবি। যার ফলে এখনো হোটেলে আছেন ক্রিকেটাররা। জানা গেছে, এমন অবস্থায় ম্যাচের সময় ১ ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে। যার ফলে সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় ম্যাচ শুরু হতে পারে।

পাকিস্তানের ক্রিকেটারদের হোটেলে থাকার নির্দেশ

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা পাকিস্তানের। নিয়ম অনুযায়ী, ম্যাচের প্রায় ঘণ্টা দুয়েক আগে মাঠে আসতে হয় দুই দলের ক্রিকেটারদের। যতটুকু জানা গেছে, এখনো দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এসে পৌঁছাননি সালমান আলী আঘারা। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি, ক্রিকেটারদের হোটেলে থাকার নির্দেশ দিয়েছে পিসিবি।

ম্যাচ রেফারি ইস্যুতে কঠোর অবস্থানে পাকিস্তান

১৪ সেপ্টেম্বরের ভারত ও পাকিস্তান ম্যাচে টসের সময় একে অপরের সঙ্গে হাত মেলাননি দুই দলের অধিনায়ক। পরবর্তীতে ম্যাচ জিতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে দ্রুততার মাঠে ছেড়ে ড্রেসিং রুমে চলে যান সূর্যকুমার যাদব ও শিভাম দুবে। এমনকি ভারতের বাকি ক্রিকেটাররাও একই পথে হেঁটেছেন।

সালমান আলী আঘার নেতৃত্বে পাকিস্তানের ক্রিকেটাররা দাঁড়িয়ে অপেক্ষা করলেও ভারতের কেউ হাত মেলাতে আসেননি। এমন ঘটনার জেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের অধিনায়ক। এসব ঘটনা নিয়ে পুরো বিশ্ব জুড়েই আলোচনা-সমালোচনা চলছে। ম্যাচ শেষ হতেই আইসিসির কাছে অভিযোগ জানায় পিসিবি। যেখানে তাদের অভিযোগ পত্রে বলা হয়েছে, টসের সময় দুই অধিনায়ককে হাত মেলাতে না করেন ম্যাচ রেফারি পাইক্রফ্ট।


দেশটির ক্রিকেট বোর্ড জানায়, পাইক্রফ্ট যা করেছেন সেটা আইসিসির আচরণবিধি ও এমসিসির স্পিরিট অব দ্য ক্রিকেট সম্পর্কিত আইনের লঙ্ঘন। যদিও আইসিসি তাদের জানিয়েছে এসিসির কর্মকর্তাদের নির্দেশেই এমনটা করেছেন ম্যাচ রেফারি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচেও দায়িত্বে আছেন পাইক্রফ্ট। পিসিবি জানিয়েছে, ম্যাচ রেফারিকে অপসারণ না করলে ম্যাচ বর্জন করতে পারে তারা।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না: ডাকসু ভিপি Nov 07, 2025
img
নতুন লুকে বনানীতে জনসমাগমে শাকিব Nov 07, 2025
img
ঐক্য ও দেশপ্রেমে জাতি সব বাধা অতিক্রম করতে পারে : চসিক মেয়র Nov 07, 2025
img
শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাব: নাহিদ ইসলাম Nov 07, 2025
img
নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই : প্রেস সচিব Nov 07, 2025
img
বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির Nov 07, 2025
ভোলার বিভিন্ন মাছ ঘাটে বসছে সামুদ্রিক মাছের হাট Nov 07, 2025
রিজুর গান যেখানে মিশে আছে ভালোবাসা, সুর আর স্বপ্ন Nov 07, 2025
img
বয়স নয়, স্থবিরতাই বার্ধক্যের চিহ্ন: হৃতিক রোশন Nov 07, 2025
img
এক বছর পর ফ্রান্সের জাতীয় দলে ডাক পেলেন কন্তে Nov 07, 2025
img
পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ Nov 07, 2025
img
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ ৪ টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি Nov 07, 2025
img
কোন সেলিব্রেটির বাগদানের আংটি সবচেয়ে দামী? Nov 07, 2025
img
ভোটের রাজনীতিতে প্রতিটি মানুষের ভোট মূল্যবান : জাহেদ উর রহমান Nov 07, 2025
img
শ্রীলীলার ক্যারিয়ারে নতুন মোড় ‘পরাশক্তি’ Nov 07, 2025
img
জাল নোটের উৎস অনুসন্ধানে সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি Nov 07, 2025
img
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির Nov 07, 2025
img
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৮৩১ জন গ্রেপ্তার Nov 07, 2025
img
সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেয়ার চেষ্টা করছে একটি পক্ষ : তাহের Nov 07, 2025
img
কেউ কেউ বলছেন আমি ‘ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি’: মীর স্নিগ্ধ Nov 07, 2025