আগে বায়ার্ন মিউনিখকে হারাই, তারপর পরের ম্যাচ নিয়ে ভাবব: চেলসি কোচ

দুই মৌসুম পর ফিরেই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হচ্ছে চেলসির। অতীত পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও এ ম্যাচে জয় তুলে নেয়ার লক্ষ্য ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। অন্যদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়ে নামার বার্তা হ্যারি কেইনদের।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টায় শুরু হবে ম্যাচ।

দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা চেলসির। এই দুই বছরে বদলে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট। তবে লম্বা সময়েও চেলসি বদলাতে পারেনি বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাদের রেকর্ড। জার্মান জায়ান্টদের বিপক্ষে খেলা ৬০ শতাংশ ম্যাচই হেরেছে ব্লুজ। তাই বলা যায় ইউসিএল-এ ফিরেই যেনো আগুনের মুখে চেলসি।

তবে এই চেলসি এখন বদলে গেছে। যার প্রমাণ এঞ্জো মারেসকার শিষ্যরা দিয়েছে ক্লাব বিশ্বকাপে। আবার এটাও ঠিক, সেই ফর্ম ব্লুরা এখন পর্যন্ত দেখাতে পারেননি লিগে। তাই মিশ্র একটা পরিস্থিতির মাঝেই চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে তাদের। তবে স্বস্তির খবর পুরোপুরি ফিট হয়েছেন কোল পালমার। তাই মারেসকা তার সেরা একাদশই পাচ্ছেন মহারণের আগে। লড়াইয়ে নামার আগে বায়ার্নকে হারানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চেলসি কোচ।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সব সময় ম্যাচ বাই ম্যাচ নিয়ে চিন্তা করি। আগে বায়ার্ন মিউনিখকে হারাই, তারপর পরের ম্যাচ নিয়ে ভাবব। আমরা যে দলের বিপক্ষে খেলতে যাচ্ছি ওরা টুর্নামেন্টের সেরা তিন দলের মধ্যে একটি। সুতরাং কঠিন ম্যাচ হবে।’

২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুঃখ বাদ দিলে চেলসির বিপক্ষে সমৃদ্ধ রেকর্ড বায়ার্ন মিউনিখের। সেটা অবশ্যই এগিয়ে রাখবে বাভারিয়ানদের। তার ওপর ম্যাচ হবে অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। এখন পর্যন্ত লিগ চলছে তাদের ঠিকঠাক। ইনজুরির কারণে লম্বা সময় দলকে সার্ভিস দিতে পারবে না জামাল মুসিয়ালা। এছাড়াও আলফোনসো ডেভিস এবং রাফায়েল গুরেইরোর খেলা নিয়ে আছে সংশয়।

ম্যাচ নিয়ে গণমাধ্যমকে বায়ার্নের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন বলেন, ‘আমরা যখন অ্যালিয়েঞ্জ অ্যারেনায় খেলতে নামি, সেটা ফেবারিট হিসেবেই। অবশ্যই আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলি এবং এই ম্যাচেও আমাদের অবস্থান একই। তবে চেলসির মতো একটা দলের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সর্বোচ্চ লেভেলের পারফর্ম করতে হবে।’

এদিন রাতে অবশ্য থাকছে একাধিক বিগ ম্যাচের উত্তাপ। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই আগুনের মুখে অ্যাতলেটিকো মাদ্রিদ। ইপিএলে দুর্দান্ত সময় কাটানো লিভারপুলের মাঠে গিয়ে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং। তবে এই জায়গায় অল রেডস বেশ সাবধানী। ধারে ভাবে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকলেও অতি আত্মবিশ্বাসী হচ্ছে না আর্ন স্লট। এই ম্যাচে লিভারপুলের হয়ে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে আলেক্সান্ডার ইসাকের।

লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘ইসাকের অভিষেক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ তাকে ঘিরেই আমরা পরিকল্পনা সাজিয়েছি। তবে হয়তো পুরো ৯০ মিনিট সে খেলবে না। আমাদের গেম প্ল্যানে এমন কিছু নেই। অ্যানফিল্ডে হয়তো আমরা কিছুটা সুবিধা পাবো। তবে সতর্ক থাকতে হবে। কারণ ওরা ভালো দল।’

লিভারপুল বায়ার্ন কিংবা চেলসির তুলনায় সহজ প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করছে চ্যাম্পিয়ন্স পিএসজি। পার্ক দো প্রিন্সেসে আতালান্তা বলতে গেলে সহজ প্রতিপক্ষই। তবে তাদের ভাবতে হচ্ছে ইনজুরি নিয়ে। আন্তর্জাতিক বিরতি শেষে দেম্বেলে এবং ডিসায়ার ডুয়ো দলের সঙ্গে যোগ দিয়ে।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি: আইন উপদেষ্টা Sep 17, 2025
img
ফখর ও আফ্রিদির ব্যাটে ভর করে আমিরাতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান Sep 17, 2025
img
ভারত পৌঁছালো বাংলাদেশি ইলিশের প্রথম চালান Sep 17, 2025
img
প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে, ৬ মাস পর ফিরে গেলেন নিজ দেশে Sep 17, 2025
img
আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি Sep 17, 2025
img
টাঙ্গাইলের পলাতক ২ আওয়ামী লীগ নেতা রাজধানী থেকে গ্রেপ্তার Sep 17, 2025
img
সাদাপাথরকাণ্ডে বিএনপির দুই নেতাকে শোকজ Sep 17, 2025
img
জন্মদিনে মোদির দীর্ঘায়ু কামনা কঙ্গনার Sep 17, 2025
img
ট্রাম্পের বিমানের কাছাকাছি উড়ে যাওয়ায় অন্য বিমানের পাইলটকে ধমক Sep 17, 2025
img
শ্রমিক দল নেতাকে আজীবন বহিষ্কার Sep 17, 2025
img
পোশাক নিয়েই সবাই আমার বিচার করে ফেলে : মালাইকা Sep 17, 2025
img
টানা ৩ ম্যাচে ডাক, বিব্রতকর রেকর্ড সাইমের Sep 17, 2025
img
১০ টাকায় ইলিশ বিতরণ করতে গিয়ে বিপাকে এমপি প্রার্থী Sep 17, 2025
img
পালানোর সময় ১৭ বিয়ে করা বরিশালের সেই বন কর্মকর্তা আটক Sep 17, 2025
img
বিবাহ বিচ্ছেদের পর থেকে কাজ পাচ্ছেন না সামান্থা Sep 17, 2025
img
সবাই নিজের কাজে মন দিন, বাগদান জল্পনার মাঝে হুমা কুরেশি Sep 17, 2025
img
৩ দিক থেকে আসছে ট্যাংকের বহর, গাজা ছাড়তে ৪৮ ঘণ্টার জন্য নতুন রুট Sep 17, 2025
img
বিচারের আগে আওয়ামী লীগ ও জাপাসহ ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে না: রাশেদ Sep 17, 2025
img
এক লাখের বেশি বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দিয়েছে ক্রোয়েশিয়া Sep 17, 2025
img
বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে: শানাকা Sep 17, 2025