বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। তারা সঠিকভাবে ক্যাম্পাসগুলোতে কাজ করতে পারেননি। একটি গুপ্ত সংগঠন তাদের রূপ পরিবর্তন করে কাজ করছে। কাজেই যারা গুপ্তভাবে কাজ করে তারাই কিন্তু অনিয়মের পথ বেছে নেয়।’
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সাংবাদিকদের উপহারসামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।
টুকু আরো বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে। সেগুলো সাধারণ ছাত্র-ছাত্রীরা এরই মধ্যে তুলে ধরেছেন। ছাত্রসংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস নয়।’
টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও জেলা যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম প্রমুখ।
কেএন/টিএ