পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটেরও ভূমিকা ছিল বলে আইসিসিতে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি ছিল, এশিয়া কাপ থেকে এই ম্যাচ রেফারিকে প্রত্যাহারকরতে হবে।
ওই ঘটনায় টুর্নামেন্ট বর্জনের কথাও ভেবেছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তাদের দাবি, ভারত ম্যাচের ঘটনায় ক্ষমা চেয়েছনে পাইক্রফট।
পিসিবি বলেছে, 'আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন।'
এদিকে পিসিবি প্রধান মহসিন নকভি টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আজ দেশটির ক্রিকেট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। যেখানে ছিলেন পিসিবির সাবেক প্রধান রমিজ রাজাও। শেষ পর্যন্ত আসর চালিয়ে যাওয়ার পক্ষেই মত দেন তারা। সেই খবর যতক্ষণে পাকিস্তানের টিম হোটেলে পৌঁছায়, ততক্ষণে আজকের ম্যাচের জন্য টিম হোটেল ছাড়ার নির্ধারিত সময় পেরিয়ে যায়। ফলে দেরিতে হোটেল ছাড়েন পাকিস্তানি ক্রিকেটাররা।
এসব কারণে নির্ধারিত সময়ে স্টেডিয়ামে পৌঁছাতে পারেননি ক্রিকেটাররা। তাই ম্যাচের সময় সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। টস ও ম্যাচ শুরুর সময় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা করে পেছানো হয়। নতুন সময় অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টায় টস হয়। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। আর ম্যাচটি মাঠে গড়াবে টসের ৩০ মিনিট পর অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
ইউটি/টিএ