ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা দিলেন পঁচাত্তরে। প্রতি বছরই তাঁর জন্মদিনে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা আয়োজন করেন নানা উৎসব।
এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে হিমাচলের মাণ্ডিতে বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের আয়োজন।
মোদির মঙ্গল কামনায় আয়োজন করা হয় ‘রাজসূয় যজ্ঞে’র। সেখানে কঙ্গনা নিজে হিমাচলী পোশাক পরে অংশ নেন, দেন আহুতি। পাশাপাশি স্থানীয় বিজেপি সংগঠনের রক্তদান কর্মসূচিতেও অংশ নেন তিনি এবং নিজেও রক্তদান করেন।
কঙ্গনার ভাষায়- “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে বিশেষ হোমযজ্ঞ করেছি এবং রক্তদান করেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন।”
শেষে মোদির জন্মদিনে তিনি স্লোগান তোলেন- “মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।” সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বলিউডের আলো থেকে দূরে থাকলেও রাজনৈতিক ময়দানে কঙ্গনার সক্রিয়তা আগের মতোই জোরালো।