ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক ইস্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। এমনকি গুঞ্জন চাওড় হয়েছিল যে, আমিরাতের বিপক্ষে ম্যাচও বয়কট করতে পারে পাকিস্তান। তবে সব শঙ্কা উড়িয়ে অবশেষে আমিরাত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ মাঠে গড়িয়েছে, যদিও খেলাটি শুরু হয়েছে পূর্বনির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আমিরাত। যে অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে এত নাটক, তিনিও ছিলেন এ ম্যাচের টসের সময়। তবে এর আগে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি ক্ষমা চেয়েছেন।
তুলনামূলক দুর্বল দল সংযুক্ত আমিরাতের বিপক্ষেও পাকিস্তানের বেহাল দশা। আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ৩ রান যোগ হতেই প্রথম ওভারেই সাইম আইয়ুবের উইকেট হারায় তারা। ৯ রানের মাথায় শাহিবজাদা ফারহানের উইকেটও হারায় পাকিস্তান। একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন ফখর জামান। আর শেষদিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
সেখান থেকে অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে জুটি বাঁধেন ফখর জামান। দলীয় ৭০ রানের মাথায় ধ্রুব’র বলে হায়দার আলীর হাতে ক্যাচ দিয়ে সালমান ফিরলে ভাঙে তাদের ৫১ বলে ৬১ রানের জুটি।
একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন ফখর জামান। ৩৬ বলে ৫০ রান করে তিনি ফেরেন সিমরনজিৎ সিংয়ের বলে কৌশিকের হাতে ক্যাচ দিয়ে। হাসান নাওয়াজও টিকতে পারলেন না বেশিক্ষণ। ৪ বলে ৩ রান করে আউট হয়েছেন সিমরনজিৎ সিংয়ের বলে এলবিডব্লিউ হয়ে।
মোহাম্মদ নাওয়াজ ফেরেন ৫ বলে ৪ রান করে। জুনাইদ সিদ্দিকীর বলে বড় শট খেলতে গিয়ে মুহাম্মদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এমআর