বলিউডের সুপারহিরো ফিরছেন আবারও। বহু প্রতীক্ষিত কৃষ ৪ এবার শুধু হৃতিক রোশনের নায়কোচিত লড়াই নয়, বরং তার পরিচালনা দিয়েই শুরু হবে নতুন অধ্যায়। জীবনে প্রথমবারের মতো ক্যামেরার পেছনে দাঁড়াতে চলেছেন এই তারকা। ছবিটি প্রযোজনা করছে রাকেশ রোশন ও যশরাজ ফিল্মস। শুটিং শুরু হবে ২০২৬ সালের মাঝামাঝি, আর মুক্তি পাবে ২০২৭ সালে।
শিল্পপাড়ায় কানাঘুষো, এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে রাশমিকা মান্দান্নাকে। হৃতিকের সঙ্গে এটাই হবে তার প্রথম কাজ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু শোনা যাচ্ছে গল্পে মুগ্ধ হয়ে তিনি আগ্রহ দেখিয়েছেন। তবে পুরনো মুখ প্রিয়াঙ্কা চোপড়া আর থাকছেন না এবার।
৫০০ থেকে ৭০০ কোটি রুপি বাজেটের এই মহাকাব্যিক প্রজেক্টে থাকছে আন্তর্জাতিক মানের ভিএফএক্স, বিশাল অ্যাকশন সিকোয়েন্স আর আবেগঘন গল্প। কৃষ সিরিজ বলিউডের সুপারহিরো সিনেমার মাইলফলক, আর এবার হৃতিকের পরিচালনায় সেটি নিতে যাচ্ছে নতুন উচ্চতায়।
অন্যদিকে, রাশমিকা ব্যস্ত আরও এক বিগ বাজেট ছবিতে। রাঘব লরেন্স পরিচালিত ভৌতিক সিরিজ কাঞ্চনা ৪–এ নাকি তাকে দেখা যাবে ভূতের চরিত্রে। ফলে বলিউড আর দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই ভিন্ন ধারায় সমান তালে এগোচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
এসএন