বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। যার জন্য বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। কমিশনের প্রধান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন গতকাল ঢাকা পোস্টকে নির্বাচনের তফসিল জানিয়েছেন। ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে বিসিবি নির্বাচনের কার্যক্রম পুরোদমে শুরু হবে।
আসন্ন নির্বাচনে বিসিবির সভাপতি প্রার্থী হিসেবে ইতোমধ্যে দুইজনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। এর মধ্যে একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি দেশের ক্রিকেটের দায়িত্বে আসলে মনের সব কথা বলতে পারবেন বলে মন্তব্য করেছেন তাইজুল ইসলাম। সম্প্রতি তামিমের নির্বাচন করা নিয়ে এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজের ভাবনা জানান।
তাইজুল বলেন, ‘আমরা যারা ক্রিকেট খেলছি। যে মডার্ন ক্রিকেট সামনে আসছে তামিম ভাই এটার সঙ্গে এডজাস্ট (আছেন)। আপনি বিগত বিপিএলগুলোও যদি দেখেন প্লেয়ার হিসেবে ওনার মেন ম্যানেজমেন্ট ঠিক করা বা বাইরের প্লেয়ারদের সঙ্গে যে আলোচনা বা বাইরের অফিসিয়ালদের সঙ্গে কথাবার্তা... এটা অনেক বড় একটা ইতিবাচক লক্ষণ। কেবল প্লেয়ার হিসেবেও তার মেন ম্যানেজমেন্ট অনেক ভালো।’
তামিম বিসিবির দায়িত্বে এলে নিজেসহ ক্রিকেটাররা মনের কথা জানাতে পারবেন বলে বিশ্বাস তাইজুলের, ‘তামিম ভাই আসলে মনের কথা খুলে বলতে পারব। আমরা কী ফেস করি, আমরা কী চাই। যেহেতু উনি কিছুদিন আগেও আমাদের সঙ্গে ছিলেন। একত্রে জাতীয় দল ও বিপিএল খেলেছি...উনার ভালো ধারণা আছে ক্রিকেটে কোন জিনিসটা এখন দরকার। সামনে যে ডেভপলমেন্টের কাজ হবে, প্লেয়াররা যেন সুবিধা পায়। আমার মনে হয় উনার ধারণা খুব ভালো।’