ইন্টার মায়ামি সমর্থকদের জন্য সুখবর। একাধিক বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছেন লিওনেল মেসি। চুক্তি নবায়নের খুব কাছাকাছি আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক। এএফপি ও ইএসপিএনে এমনই খবর।
মেসি সমঝোতায় পৌঁছালে অনুমোদনের জন্য ইন্টার মায়ামি মেজর লিগ সকার কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠাবে। ক্যারিয়ারের শেষ সময় পর্যন্ত আর্জেন্টাইন তারকাকে ধরে রাখতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে ক্লাবের সূত্র।
মেসিকে যে কোনো ক্লাবই হয়তো সোনার ডিম পাড়া হাসের মতোই বিবেচনা করবে! তিনি থাকা মানেই পুরো দুনিয়ার চোখ সে ক্লাবের দিকে, স্পন্সর পাওয়ারও সম্ভাবনা প্রচুর।
তাই তাকে ধরে রাখতে চেষ্টার কমতি রাখে না ক্লাবগুলো। ২০২৩ সালের ১৫ জুলাই পিএসজিতে নানা তিক্ত অভিজ্ঞতা শেষে যোগ দিয়েছিলেন ইন্টার মায়ামিতে। আড়াই বছরের সে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে দ্রুতই।
ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পরই ক্লাবকে প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা উপহার দেন মেসি। গত মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমের সেরা দলের পুরস্কার সাপোর্টার্স শিল্ড জয় করে নেয় ইন্টার মায়ামি। পরে মূল ট্রফির লড়াইয়ে হেরে যায় প্লে-অফে। এ বছরও লিগস কাপের শিরোপার কাছাকাছি গিয়েও স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে ফিরতে হয় মায়ামিকে। ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হারে তারা।
ইউটি/টিএ