রাজধানীতে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

দেশি-বিদেশি ভ্রমণ আয়োজকদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। তিন দিনব্যাপী এই মেলায় ১৮০টি স্টলে দেশি-বিদেশি পর্যটন ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও বিদেশি দূতাবাস ও মিশন অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ফাতিমা রহিম ভিনা, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আশরাফুল আলম এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রমুখ।

মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য রাখা হয়েছে ৩০ টাকা। প্রবেশ কুপনের বিপরীতে র‍্যাফল ড্রতে থাকছে বিমানের টিকিটসহ আকর্ষণীয় গিফট ভাউচার। তবে অনলাইন নিবন্ধন করলে প্রবেশে কোনো ফি লাগছে না। মেলাটি ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যাগাজিন 'পর্যটন বিচিত্রা' ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করছে। এই মেলাটিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অনুমোদন করেছে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন সক্রিয়ভাবে এ মেলায় অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের পর্যটন সংস্থা অংশগ্রহণ করবে। এ মেলায় আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। এই মেলার মাধ্যমে পর্যটন শিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মাঝে তুলে ধরার প্রচেষ্টা থাকতে হবে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের (এটিএফ ঢাকা) চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, বিশ্ব পর্যটন দিবস উদযাপনের অংশ হিসেবে দেশ ও বিদেশে ভ্রমণের সব আয়োজনে 'এশিয়ান ট্যুরিজম ফেয়ার' অনন্য ভূমিকা পালন করবে। পর্যটন শিল্পের সব গন্তব্যসহ হোটেল, রিসোর্ট, ক্রুজ, এয়ারলাইন্স, থিমপার্ক, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্টসহ সব ব্যবসায়িক প্রতিষ্ঠানে গতিশীলতা আনার লক্ষে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করা হয়েছে। এই মেলা সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

এবারের মেলার অংশ হিসেবে একইসঙ্গে অনুষ্ঠিত হবে 'বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ'। পর্যটন শিল্পে আসন্ন প্রকল্পগুলোর প্রদর্শনী ও স্থানীয় বিনিয়োগের সুযোগ মেলার মাধ্যমে উপস্থাপন করা হবে।

মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল এবং পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ। ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে আছে কনভয় সার্ভিস, আইসিটি পার্টনার এম৩৬০, মেলার অফিসিয়াল পাবলিকেশন দ্য ট্রাভেল বাউন্ড, ক্রুজ পার্টনার হিসেবে আছে ঢাকা ডিনার ক্রুজ।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশের পুনঃনির্বাচনকে অভিনন্দন জানালেন ড. ইউনূস Sep 19, 2025
img
রাজনীতিতে আদালতকে ব্যবহারের নজির ভালো হয় না : সারোয়ার তুষার Sep 19, 2025
img
বিদেশি ঋণ বেড়ে ১১২ বিলিয়ন ডলার Sep 19, 2025
img
শিগগিরই ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে ইউরোপ: ম্যাক্রোঁ Sep 19, 2025
img
প্রভাসের সঙ্গে তেলুগু ছবিতে আসছেন অভিষেক বচ্চন Sep 19, 2025
img
পুরোনো সম্পর্ককে পেছনে ফেলে এবার কি নতুন শুরু লায়লার! Sep 19, 2025
img
ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হলেন তামিম Sep 19, 2025
img
আনুশকা শেঠির ঘাটি এবার আসছে অ্যামাজন প্রাইম ভিডিওতে Sep 19, 2025
img
দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Sep 19, 2025
img
আফগানিস্তানের পাঁচ প্রদেশে ইন্টারনেট বন্ধ Sep 19, 2025
img
নাগার্জুনার শততম ছবিতে আবারও আক্কিনেনি পরিবারের মিলন মেলা Sep 19, 2025
img
মোদির জীবনীভিত্তিক চলচ্চিত্র 'মা বন্দে' ঘোষণা Sep 19, 2025
img
জনগণের ভোটেই আমরা সরকার গঠন করতে চাই: আফরোজা আব্বাস Sep 19, 2025
img
জামায়াতের সুরে কথা বলতে গিয়ে বাদ পড়েছে এনসিপি-বাগছাস: জিল্লুর রহমান Sep 19, 2025
img
পুতিনের ওপর আবারও হতাশা প্রকাশ করলেন ট্রাম্প Sep 19, 2025
img
শাহরিয়ার ইমন থেকে সালমান শাহ নামের পেছনের গল্প Sep 19, 2025
img
ব্যক্তিজীবনের প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তানিশা মুখার্জি Sep 19, 2025
img
শুরু হলো দৃশ্যম ৩-এর শুটিং Sep 19, 2025
img
রাজনীতির শুরুতেই মামলায় জড়ালেন থালাপতি বিজয় Sep 19, 2025
img
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন Sep 19, 2025