ট্রাম্পের হুমকি

আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে

এবিসি উপস্থাপক জিমি কিমেলকে সাময়িক বরখাস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালায়, তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সম্প্রচার লাইসেন্স হয়তো “কেড়ে নেওয়া” হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি টকশো হোস্ট জিমি কিমেলকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা এফসিসি–কে তিনি সমর্থনও জানান।

ডিজনির মালিকানাধীন এবিসি গত বুধবার রাতে ঘোষণা দেয়, কিমেলের অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কারণ, কিমেল গত সপ্তাহে নিহত রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।

গত সোমবার নিজের অনুষ্ঠানে কিমেল দাবি করেন, হামলাকারী একজন ‘মাগা রিপাবলিকান’। তবে উটাহ কর্তৃপক্ষ জানিয়েছিল, অভিযুক্ত আসলে “বামপন্থি মতাদর্শে প্রভাবিত” ছিল। কিমেলের এই মন্তব্যের পর এফসিসি পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়, আর তার পরই এবিসি অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি পড়েছি, প্রায় ৯৭ শতাংশ নেটওয়ার্ক আমার বিরুদ্ধে প্রচার চালিয়েছে। তবু আমি জিতেছি, সবগুলো সুইং স্টেট জিতেছি। তারা আমাকে নিয়ে শুধু নেতিবাচক প্রচারণা চালায়। অথচ তারা লাইসেন্স পায়। হয়তো তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত।”

এর আগে কিমেল বলেছিলেন, “মাগা গোষ্ঠী মরিয়া হয়ে চেষ্টা করছে হত্যাকারীকে অন্য কারও মতো দেখাতে। তারা বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে”। তিনি আরও ব্যঙ্গ করে বলেন, ট্রাম্পের প্রতিক্রিয়া “যেন চার বছরের শিশু সোনালি মাছ মরার পর যেভাবে শোক করে।”

শুটিংয়ের পর কিমেল ইনস্টাগ্রামেও পোস্ট দিয়ে কার্ক পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরে এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডান কার বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন, কিমেলকে বরখাস্ত করা “শেষ পদক্ষেপ নয়”। তার ভাষায়, “আমরা সম্প্রচারকদের জবাবদিহিতার মধ্যে রাখব। যদি তারা না চায়, তবে লাইসেন্স আমাদের ফিরিয়ে দিতে পারে।”

এফসিসির কর্তৃত্ব মূলত বড় নেটওয়ার্ক যেমন এবিসি ও তাদের সহযোগী চ্যানেল পর্যন্ত সীমিত। কেবল টিভি চ্যানেল বা পডকাস্ট -স্ট্রিমিংয়ে তাদের ক্ষমতা নেই। আইনজ্ঞরা বলছেন, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী রাজনৈতিক মতবিরোধের কারণে লাইসেন্স বাতিলকে বৈধ করবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবিসি সহযোগী সিনক্লেয়ার জানিয়েছে, শুক্রবার রাত কিমেলের সময়সূচিতে তারা চার্লি কার্ককে স্মরণ করে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Sep 19, 2025
img
আফগানিস্তানের পাঁচ প্রদেশে ইন্টারনেট বন্ধ Sep 19, 2025
img
নাগার্জুনার শততম ছবিতে আবারও আক্কিনেনি পরিবারের মিলন মেলা Sep 19, 2025
img
মোদির জীবনীভিত্তিক চলচ্চিত্র 'মা বন্দে' ঘোষণা Sep 19, 2025
img
জনগণের ভোটেই আমরা সরকার গঠন করতে চাই: আফরোজা আব্বাস Sep 19, 2025
img
জামায়াতের সুরে কথা বলতে গিয়ে বাদ পড়েছে এনসিপি-বাগছাস: জিল্লুর রহমান Sep 19, 2025
img
পুতিনের ওপর আবারও হতাশা প্রকাশ করলেন ট্রাম্প Sep 19, 2025
img
শাহরিয়ার ইমন থেকে সালমান শাহ নামের পেছনের গল্প Sep 19, 2025
img
ব্যক্তিজীবনের প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তানিশা মুখার্জি Sep 19, 2025
img
শুরু হলো দৃশ্যম ৩-এর শুটিং Sep 19, 2025
img
রাজনীতির শুরুতেই মামলায় জড়ালেন থালাপতি বিজয় Sep 19, 2025
img
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন Sep 19, 2025
img
এশিয়া কাপের সুপার ফোরের সময়সূচি প্রকাশ Sep 19, 2025
img
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে: ড. ইউনূস Sep 19, 2025
img
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তির পরই তেহরান-রিয়াদের দ্বিপক্ষীয় যোগাযোগ Sep 19, 2025
img
জাতীয় দলের পেসার এবাদত হোসেনের বাবা আর নেই Sep 19, 2025
img
চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ৫ নারী, ১ হিন্দু শিক্ষার্থী Sep 19, 2025
img
৭ বিভাগীয় শহরে আজ জামায়াতের বিক্ষোভ কর্মসূচি Sep 19, 2025
img
বিলম্ব সিদ্ধান্তে দেশীয় অর্থনীতির ক্ষতি Sep 19, 2025
img
ড্রোন তদারকি করবে এআই, কিম জং উনের নতুন নির্দেশ Sep 19, 2025