সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ফোনালাপে তেহরান ও রিয়াদের মধ্যে সহযোগিতা পর্যালোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করা হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরাষ্ট্রমন্ত্রী আরাঘচিকে পাকিস্তানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি সম্পর্কেও অবহিত করেন।
তবে তাদের মধ্যে বিস্তারিত কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
সূত্র: মেহের নিউজ
এমকে/এসএন