চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ‘ফিফটি’র রেকর্ড গড়লেন আর্লিং হালান্ড

নাপোলিকে ২-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরু করল ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে সিটির হয়ে এক গোল করা আর্লিং হালান্ড ইউরোপীয় ক্লাবের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দ্রুততম ৫০ গোল করার রেকর্ড গড়েছেন। এক্ষেত্রে তিনি খেলেছেন ৪৯ ম্যাচ। এতদিন রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রুড ভ্যান নিস্টলরয়ের (৬২ ম্যাচ)।

দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে হালান্ড ম্যানসিটি সতীর্থ ফিল ফোডেনের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন, ‘মনে হচ্ছে সে প্রতিটি রেকর্ডই ভেঙে দেবে। এই বয়সে সে যা করছে তা সচরাচর শোনা যায় না।’ হালান্ডের বয়সটা এখন মাত্র ২৫, তিনি চাইলে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল (১৪১) করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাও ঠিক করতে পারেন।

নরওয়েজিয়ান তারকাকে নিয়ে তেমন আশা-ই করছেন সিটি কোচ পেপ গার্দিওলাও, ‘সংখ্যাই বলে দিচ্ছে (কী চলছে)। যদি সে ১০-১২ বছর খেলতে পারে এবং এমন উন্নতির প্রক্রিয়া ধরে রাখে, অবশ্যই (সে পারবে)। তাকে পেয়ে আমরা অনেক সৌভাগ্যবান।’ এর আগে ২০২২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে ভ্যান নিস্টলরয়ের দ্রুততম ৩০ গোলের রেকর্ডও ভেঙেছিলেন হালান্ড। একই বছর তিনি ইংলিশ প্রিমিয়ার লিগেও দ্রুততম ৫০ গোলের নজির গড়েন।



২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন হালান্ড। এখন পর্যন্ত তিনি ১৫১ ম্যাচে ১৩০টি গোল করেছেন। চলতি মৌসুমে একইভাবে গোলের ক্ষুধা দেখিয়ে চলেছেন হালান্ড। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৭ ম্যাচে তার গোল ১২টি। সম্প্রতি মলদোভার বিপক্ষে নরওয়ের ১১-১ ব্যবধানে জয়ের ম্যাচেও এই গোলমেশিন ৫ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপীয় লিগের সর্বোচ্চ গোলদাতাদের এলিট লিস্টে জায়গা করে নিয়েছেন হালান্ড, ছাড়িয়ে গেছেন আলফ্রেডো স্টেফানো ও জ্লাতান ইব্রাহিমোভিচকেও। উয়েফার সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার অবস্থান বর্তমানে ১১তম। সমান গোলে তার পাশাপাশি আছেন ফিলিপে ইনজাঘি এবং এক গোলে এগিয়ে থিয়েরি অঁরি।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে। বার্সেলোনার সাবেক এই তারকা টুর্নামেন্টটিতে ২৪ বছর ২৮৪ দিন বয়সে ওই কীর্তি গড়েন। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৬০ (৮০ ম্যাচ) ও ৭০ গোলের (৯০ ম্যাচ) রেকর্ডটিও আর্জেন্টাইন মহাতারকার দখলে। যা পরবর্তী লক্ষ্য হতে পারে হালান্ডের। ৭৯ ম্যাচে ৫০ গোল করা কিলিয়ান এমবাপের বর্তমান গোলসংখ্যা ৫৭।

একই প্রতিযোগিতায় দ্রুততম (১০০ ম্যাচ) ৮০ গোলের রেকর্ড রয়েছে বার্সেলোনা ও পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডফস্কির। তিনি এখনও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় (১০৫)। সামনে আছেন যথাক্রমে রোনালদো (১৪১) ও মেসি (১২৯)। যদিও এই দুই মহাতারকাই ইউরোপীয় ক্লাব ছেড়েছেন বছর দুয়েক আগে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব : বদিউল আলম Sep 19, 2025
img
ক্যাপিটাল ড্রামায় ‘চোর’ আসছে ইউটিউব চ্যানেলে Sep 19, 2025
img
মাইকে ঘোষণা দিয়ে চার মাজার ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা Sep 19, 2025
img
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে অবরোধ Sep 19, 2025
img
বিএসএফ ফিরিয়ে দিল সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে Sep 19, 2025
img
নীল নদের পানি নীল নয়, জামায়াতও ইসলাম নয়: হাফিজ ইব্রাহিম Sep 19, 2025
img
এবার ২-১ ব্যবধানে ভারতকে হারাল বাংলাদেশ Sep 19, 2025
img
দীর্ঘ বিরতি শেষে ব্যান্ড সিক্সের জমকালো প্রত্যাবর্তন Sep 19, 2025
img
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফের এপিবিএন Sep 19, 2025
img
বিমানবন্দর এলাকায় সিমেন্ট ভ্যানের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত Sep 19, 2025
img
দেশকে নির্বাচনের রাস্তায় নিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে: শামসুজ্জামান দুদু Sep 19, 2025
img
প্রথম ৬ মাসে লক্ষাধিক বিদেশিকে ওয়ার্ক পারমিট দিয়েছে ক্রোয়েশিয়া Sep 19, 2025
img
মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’ Sep 19, 2025
img
আমি নিশ্চিত, শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশে খুশির ঢেউ বয়ে গেছে: রমিজ রাজা Sep 19, 2025
img
নাটকে আর অভিনয় করতে চান না শামীম হাসান! Sep 19, 2025
img
যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া বার্তা, ভারত-চীনকে ভয় দেখিয়ে লাভ নেই Sep 19, 2025
img
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন বার্তা Sep 19, 2025
img
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারবে অন্যান্য দেশও Sep 19, 2025
img
পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাকেও : আফগান কোচ Sep 19, 2025
img
নিউইয়র্ক কনস‍্যুলেটে আওয়ামী লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার Sep 19, 2025