বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারকে দেখবেন আশাবাদী রোনালদো

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে থাকলেও আসরটিতে নেইমার জুনিয়রের খেলা নিয়ে আশাবাদী রোনালদো নাজারিও। ব্রাজিলিয়ান এ কিংবদন্তি মনে করেন, বিশ্ব আসরে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নেইমার।

নেইমারের ক্যারিয়ারের সঙ্গে ইনজুরি নাম অভিশাপ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ৩৩ বছর বয়সী এ তারকা বাঁ পায়ের ইনজুরিতে ২০২৩ সালের অক্টোবরের পর থেকেই জাতীয় দলের বাইরে। গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরলেও আনচেলত্তির অধীনে এখনো ব্রাজিলের জার্সি জড়ানো হয়নি তার। ইতালিয়ান কোচের অধীনে গত মার্চ থেকে ইতোমধ্যে সেলেসাওরা বাছাইপর্বের ৬টি ম্যাচ খেলেছে। কিন্তু ইনজুরির কারণে কোনোটিতেই ডাক পাননি নেইমার। সবশেষ সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্যেও তাকে বাইরে রেখে স্কোয়াড সাজিয়েছিলেন আনচেলত্তি।

এপ্রিলে উরুর ইনজুরি আর গত মাসের শেষদিকে মাংসপেশির চোটের কারণে তাকে দলে রাখেননি কোচ। নেইমারকে শতভাগ ফিট হিসেবেই দলে চান ইতালিয়ান মাস্টারমাইন্ড।
এদিকে বিশ্বকাপের আগে আর কোনো বাছাইপর্বের ম্যাচ নেই। আসরের প্রস্তুতি সারতে হয়তো কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। তাই অনেকটাই অনিশ্চয়তায় নেইমারের বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া। তবে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন, নেইমার ফিরবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রোনালদো বলেন, ‘নেইমারকে থাকলে ব্রাজিল যেকোনো কিছুই অর্জন করতে পারবে। সে (বিশ্বকাপ) দলে থাকতে পারে এবং আমি বিশ্বাস করি সে থাকবে। বিশ্বকাপের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সবাই শতভাগ ফিট নেইমারকে চায়। যেটা আনচেলত্তি এবং নেইমারও চায়। তার মধ্যে আমি বিশ্বকাপ দলে জায়গা করার জন্য এবং ব্রাজিলকে সহায়তা করার জন্য শক্তিশালী আকাঙ্ক্ষা দেখেছি।’

মারাত্মক ইনজুরি থেকে ফেরা নেইমারের ফিট হতে ও পুরনো ছন্দে ফিরতে সময়ের প্রয়োজন। যেটাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন রোনালদো। বিশ্বকাপ দলে ফিরতে কি করতে হবে সেটাও নেইমার ভালো করেই জানেন বলে মন্তব্য করেন রোনালদো।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী এ তারকা বলেন, ‘সে মারাত্মক ইনজুরি থেকে ফিরে এসেছে এবং সে যেটার মধ্যে দিয়ে যাচ্ছে (অভিযোজন, খেলার ছন্দে ফেরা) তা স্বাভাবিক। সমালোচনা তীব্র কিন্তু প্রত্যাশাও উচ্চ এবং সে কারণেই সমালোচনাগুলো হচ্ছে। তবে নেইমার জানে বিশ্বকাপে শতভাগ দেওয়ার জন্য তাকে কি করতে হবে।’

ব্রাজিলের বিশ্বকাপ জেতার দুই যুগ হতে চলল। এরপর খুব কাছাকাছি বলতে ২০১৪ আসরে সেমিফাইনাল খেলেছিল তারা। এবারের আসরে যাচ্ছে বাছাইপর্বে কমনবেল থেকে পঞ্চম হয়ে। তবে দুই বারের বিশ্বকাপজয়ী মনে করে আনচেলত্তির অধীনে ভালো অবস্থানেই আছে ব্রাজিল। ইতালিয়ান কোচের প্রশংসাও করেন তিনি।

রোনালদো বলেন, ‘আনচেলত্তি অসাধারণ একজন মানুষ। দলের একজন খেলোয়াড় যেন, যিনি সবসময় দলকে উজ্জীবিত করেন এবং সম্প্রীতি তৈরি করেন। কৌশলগতভাবে সে মেধাবী এবং ফুটবলের একজন বিজয়ী। সাফল্য পাওয়ার জন্য আনচেলত্তি এবং জাতীয় দলের প্রয়োজনী সবকিছুই আছে।’

এবি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব : বদিউল আলম Sep 19, 2025
img
ক্যাপিটাল ড্রামায় ‘চোর’ আসছে ইউটিউব চ্যানেলে Sep 19, 2025
img
মাইকে ঘোষণা দিয়ে চার মাজার ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা Sep 19, 2025
img
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে অবরোধ Sep 19, 2025
img
বিএসএফ ফিরিয়ে দিল সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে Sep 19, 2025
img
নীল নদের পানি নীল নয়, জামায়াতও ইসলাম নয়: হাফিজ ইব্রাহিম Sep 19, 2025
img
এবার ২-১ ব্যবধানে ভারতকে হারাল বাংলাদেশ Sep 19, 2025
img
দীর্ঘ বিরতি শেষে ব্যান্ড সিক্সের জমকালো প্রত্যাবর্তন Sep 19, 2025
img
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফের এপিবিএন Sep 19, 2025
img
বিমানবন্দর এলাকায় সিমেন্ট ভ্যানের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত Sep 19, 2025
img
দেশকে নির্বাচনের রাস্তায় নিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে: শামসুজ্জামান দুদু Sep 19, 2025
img
প্রথম ৬ মাসে লক্ষাধিক বিদেশিকে ওয়ার্ক পারমিট দিয়েছে ক্রোয়েশিয়া Sep 19, 2025
img
মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’ Sep 19, 2025
img
আমি নিশ্চিত, শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশে খুশির ঢেউ বয়ে গেছে: রমিজ রাজা Sep 19, 2025
img
নাটকে আর অভিনয় করতে চান না শামীম হাসান! Sep 19, 2025
img
যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া বার্তা, ভারত-চীনকে ভয় দেখিয়ে লাভ নেই Sep 19, 2025
img
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন বার্তা Sep 19, 2025
img
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারবে অন্যান্য দেশও Sep 19, 2025
img
পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাকেও : আফগান কোচ Sep 19, 2025
img
নিউইয়র্ক কনস‍্যুলেটে আওয়ামী লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার Sep 19, 2025