অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে: ড. ইউনূস

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।


সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন সাধারণ নির্বাচন, বাণিজ্য ও কৃষি এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস রাষ্ট্রদূতকে অন্তর্বর্তী সরকারের ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।


রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল এই সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে এবং নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে। দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে পানি ব্যবস্থাপনা বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। একে অপরের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি এবং একসঙ্গে অনেক কিছু গড়ে তুলতে পারি।

রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সাফল্য, বিশেষত সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণে উদ্ভাবনী কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য ডাচ সাহায্য বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, অর্থায়নের ঘাটতির কারণে কক্সবাজার ক্যাম্পে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

তিনি রাষ্ট্রদূতকে জানান, আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সম্মেলন আন্তর্জাতিক সমর্থন বাড়াবে এবং ক্যাম্পের মানবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহে সহায়ক হবে।

রাষ্ট্রদূত ভ্যান বোমেল সংকটটির জরুরিতা স্বীকার করে বলেন, রোহিঙ্গা ইস্যুটি আরও বেশি আন্তর্জাতিক মনোযোগ পাওয়ার দাবি রাখে। সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদও এ সময় উপস্থিত ছিলেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে অবরোধ Sep 19, 2025
img
বিএসএফ ফিরিয়ে দিল সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে Sep 19, 2025
img
নীল নদের পানি নীল নয়, জামায়াতও ইসলাম নয়: হাফিজ ইব্রাহিম Sep 19, 2025
img
এবার ২-১ ব্যবধানে ভারতকে হারাল বাংলাদেশ Sep 19, 2025
img
দীর্ঘ বিরতি শেষে সিক্সের জমকালো প্রত্যাবর্তন Sep 19, 2025
img
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফের এপিবিএন Sep 19, 2025
img
বিমানবন্দর এলাকায় সিমেন্ট ভ্যানের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত Sep 19, 2025
img
দেশকে নির্বাচনের রাস্তায় নিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে: শামসুজ্জামান দুদু Sep 19, 2025
img
প্রথম ৬ মাসে লক্ষাধিক বিদেশিকে ওয়ার্ক পারমিট দিয়েছে ক্রোয়েশিয়া Sep 19, 2025
img
মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’ Sep 19, 2025
img
আমি নিশ্চিত, শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশে খুশির ঢেউ বয়ে গেছে: রমিজ রাজা Sep 19, 2025
img
নাটকে আর অভিনয় করতে চান না শামীম হাসান! Sep 19, 2025
img
যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া বার্তা, ভারত-চীনকে ভয় দেখিয়ে লাভ নেই Sep 19, 2025
img
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন বার্তা Sep 19, 2025
img
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারবে অন্যান্য দেশও Sep 19, 2025
img
পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাকেও : আফগান কোচ Sep 19, 2025
img
নিউইয়র্ক কনস‍্যুলেটে আওয়ামী লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার Sep 19, 2025
img
রোববার আংশিক সূর্যগ্রহণ, দেখা যাবে না বাংলাদেশ থেকে: আইএসপিআর Sep 19, 2025
img
শুক্রবার থেকে বন্ধ হচ্ছে বগুড়ার মধুবন সিনেমা হল Sep 19, 2025
img
চাকসু নির্বাচনে ১০টি প্যানেল চূড়ান্ত, মনোনয়নপত্র জমা ও গ্রহণ শেষ Sep 19, 2025