যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের হয়ে আজ মাঠে নামবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় জর্জিয়ার কার্টারসভিলের পারাম ভির স্পোর্টস কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি।
মূলত, গত ৮-১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিরতি শেষে ফের মাঠে গড়াচ্ছে মাইনর লিগটি। এই ম্যাচ দিয়েই টুর্নামেন্টটির নতুন স্লটে যাত্রা শুরু হবে সাকিবদের দলের।
উল্লেখ্য, ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। মাইনর ক্রিকেট লিগে সাউদার্ন ডিভিশনের প্রতিনিধিত্ব করে আটলান্টা।
ইএ/টিকে