জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, কমিশনের বিভিন্ন ইস্যুতে আমাদের বিভিন্ন জনের সাথে বসতে হয়। বিএনপি কেন্দ্রিক একটা ব্লক আছে। জামায়াত এবং ইসলামপন্থীরা একটা আলাদা ব্লক করার চেষ্টা করছে। আমাদেরও চেষ্টা আছে যে মধ্যমপন্থী ডেমোক্রেটিক এবং বাংলাদেশ পন্থী বিভিন্ন রাজনৈতিক দলকে একসাথে করার।
এনসিপি ও গণঅধিকার পরিষদ কি এক হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি এক টেলিভিশনের টকশোতে এসে এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, অনানুষ্ঠানিক আলোচনা নানাভাবে নানা ফর্মে হতে পারে। যেহেতু গণঅধিকার পরিষদে অনেকেই আছেন যারা একসময় আঠারো, চব্বিশ-এর মধ্য থেকে উঠে এসেছেন। ফলে তাদের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে কিন্তু কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
এটা আরো সময় লাগবে।
তুষার আরো বলেন, যদি হয় এটা একটা পজিটিভ ঘটনাই হবে যে সব ইয়ংরা এক জায়গায় আসতেছে। এটা একটা ভালো মেসেজ দিবে। পলিটিক্সে বিএনপি এবং ইসলামপন্থী দল এর বাইরে মাঝামাঝি আরেকটা ব্লক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে।