সমঝোতার ভিত্তিতে পিআর ইস্যুর সমাধান মিলবে বলে প্রত্যাশা করছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এফডিসিতে ‘আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব’ শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি।
মান্না বলেন, ‘ছাত্র সংসদের ফলাফল জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেয়ার মতো কোনো প্রভাব ফেলবে না। তবে যারা ভোট দিয়েছে তারা তো অন্যদের ইনফ্লুয়েন্স করবে, সেক্ষেত্রে কিছুটা প্রভাব তো পড়বেই।’
ডাকসু নির্বাচনের ভোট সন্তোষজনক ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘শিবির কেন জিতলো, স্বাধীনতায় শিবিরের ভূমিকা কি তারা জানে না। কি প্রভাব এখানে কাজ করলো তার গভীর অনুসন্ধান প্রয়োজন।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটা সিলভার লাইন হয়েছে। একজায়গায় আনবার মতো অবস্থা তৈরি করতে হবে। পাঁচ মাসে আরো কিছু বিষয় যুক্ত হবে। সেগুলোও নির্বাচনে প্রভাব ফেলবে।’
রাজনৈতিক দলগুলোকে পরিবর্তনের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আগে যেমন উগ্রতা ছিল সেটার পরিবর্তন হচ্ছে, আরো করতে হবে। আমরা আশা করি একটা অনুকূল পরিবেশ তৈরি হবে, যার ওপর গণতন্ত্রের সৌধ বানাতে পারব।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেগোশিয়েশনে ভালো কোনো রেকর্ড নাই দাবি করে মান্না বলেন, ‘এই প্রজন্ম বিশাল অভ্যুত্থান করে একটি সরকার ফেলছে। কিন্তু নতুন সরকার কীভাবে গঠন করবে তা নিয়ে ভাবেনি।’
তিনি আরও বলেন, ‘প্রতীক খুব গুরুত্বপূর্ণ কিন্তু ডমিনেটিং নয়, এরকম মনে করা উচিত না। কোনো মানুষ একা ভোটের ইতিহাস বদলে দিতে পারে না।’
জাতিসংঘ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে চার রাজনীতিবিদ থাকার প্রসঙ্গে নাগরিক ঐক্যের শীর্ষ নেতা বলেন, ‘সেখানে কিছু রাজনৈতিক দলের নেতার নাম প্রকাশ্যে আসছে, সেটি নিন্দা। আমেরিকায় গিয়ে সমঝোতা করে ফেলতে পারবেন, তেমন কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই।’
কেএন/টিএ